× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কী হবে আকরাম খানের!

খেলা

স্পোর্টস রিপোর্টার
১১ ডিসেম্বর ২০১৯, বুধবার

বঙ্গবন্ধু বিপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মালিকানায় ছিল দুটি দল। তবে গতকাল রংপুর রেঞ্জার্সের দায়িত্ব নিয়েছে ঔষধ নির্মাতা প্রতিষ্ঠান ‘ইনসেপ্টা’। এই প্রতিষ্ঠান ও বিসিবির পরিচালক হলেন এনায়েত হোসেন সিরাজ। সে কারণেই দলটির পরিচালকের দায়িত্বও নিয়েছেন তিনি। আগে অবশ্য তিনি ছিলেন রাজশাহী রয়্যালসের দায়িত্বে। আর রংপুরের পরিচালক হিসেবে ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান। এখন আকরাম খানের কী হবে! এ বিষয়ে সিরাজ বলেন, ‘আমি যেহেতু ইনসেপ্টারও পরিচালক তাই দলটির দায়িত্ব নিয়েছি। আকরাম যদি চায় আমাদের সঙ্গে থাকতে পারে।
আর না চাইলে অন্য দলেরও দায়িত্ব নিতে পারে।’ গতকাল একই কথা জানান বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী । অন্যদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আকরাম ভাই থাকতে চাইলে রংপুরে থাকতে পারে। আর না চাইলে রাজশাহীর দায়িত্ব নিতে পারে। তবে আমি যতটা জানি তাকে হয়তো বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) রাজশাহীর দায়িত্ব তুলে দিতে পারেন।’  

‘লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক নয়!’
বাংলাদেশে লেগ স্পিনারের বড় অভাব। যারা আছেন তারাও মানসম্মত নয়। তাই তাদের এগিয়ে নিতে ঘরোয়া প্রত্যেক আসরে প্রতিটি দলে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক  করেছে বিসিবি। এই বছর জাতীয় ক্রিকেট লীগে লেগ স্পিনার না খেলানোয় রংপুর বিভাগ ও ঢাকা মেট্রোর কোচকে বরখাস্ত করে বিসিবি। তাই ধারণা করা হচ্ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া নির্দেশ পালিত হবে বঙ্গবন্ধু বিপিএলেও। তবে গতকাল শোনা গেল ভিন্ন কথা। রংপুর রেঞ্জার্সের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ জানালেন বিপিএলে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক নয়। তবে দেয়া হবে অগ্রাধিকার। এমনকি টুর্নামেন্টের বাইলজেও নেই এই নিয়ম।  তিনি বলেন, ‘লেগ স্পিনার খেলানো বাধ্যতামুলক নয়। তবে অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে। বাইলজ, প্লেয়িং কন্ডিশনের কোথাও বলা নেই যে প্রতি খেলায় একাদশে একজন করে লেগস্পিনার খেলাতে হবে।’
অন্যদিকে বাইলজে আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান বলেন, ‘আমি পুরো বাইলজ এখনো পড়ে দেখিনি। দেখার সময় মেলেনি। বাইলজ হাতেই এসেছে ক’দিন হলো। লেগস্পিনার খেলানোর বিষয়টি সত্যিই এখনও আমার চোখে পড়েনি। বাইলজ ও প্লেয়িং কন্ডিশন বেশ বড় ও বিস্তৃত। তবে প্রাথমিকভাবে আমি যতটা চোখ বুলিয়েছি, তাতে লেগস্পিনার খেলানো বাধ্যতামূলক এমন কথা চোখে পড়েনি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর