খেলা
টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা
স্পোর্টস রিপোর্টার
২০১৯-১২-১১
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) টিকিটের দাম চূড়ান্ত করা হয়েছে। বিপিএল-এ টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ২০০ টাকা, আর সর্বোচ্চ ২০০০ টাকা। এখন শুধু ঢাকায় হতে যাওয়া প্রথম পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শুরু হচ্ছে বিপিএল-এর মাঠের লড়াই। দর্শকদের এক টিকিটে দুটি ম্যাচ দেখার সুযোগ থাকবে। কোনো কারণে খেলা পরিত্যক্ত হলে টিকিটের দাম ফিরিয়ে (রিফান্ড) দেয়া হবে কিনা, সেটি নিয়ে অবশ্য কিছু জানায়নি বিসিবি। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের কাছের বুথ ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন দুটি বুথ থেকে সরাসরি টিকিট কেনা যাবে। এ ছাড়া অনলাইনে টিকিট পাওয়া যাবে পাওয়া যাবে
www.shohoy.com,ww w.paypoint.com.bdww w.gadgetbangla.com ওয়েবসাইটে।
টিকিটের মূল্য
গ্র্যান্ড স্ট্যান্ড: ২০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড ও ক্লাব হাউজ: ৫০০ টাকা
উত্তর বা দক্ষিণ গ্যালারি: ৩০০ টাকা
পূর্ব গ্যালারি: ২০০ টাকা।
www.shohoy.com,ww w.paypoint.com.bdww w.gadgetbangla.com ওয়েবসাইটে।
টিকিটের মূল্য
গ্র্যান্ড স্ট্যান্ড: ২০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড ও ক্লাব হাউজ: ৫০০ টাকা
উত্তর বা দক্ষিণ গ্যালারি: ৩০০ টাকা
পূর্ব গ্যালারি: ২০০ টাকা।