× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে ড. চেন ঝু

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) ডিসেম্বর ১১, ২০১৯, বুধবার, ৬:০৪ পূর্বাহ্ন

চায়না রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এর ভাইস প্রেসিডেন্ট ড. চেন ঝু হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি চায়না রেড ক্রস সোসাইটির সহযোগিতায় পরিচালিত হেমোডায়ালাইসিস ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগীদের খোঁজখবর নেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, বিডিআরসিএস ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভর্নিং বোর্ড সদস্য প্রফেসার ডা: মো: হাবিবে মিল্লাত, বাংলাদেশস্থ চায়না রাষ্ট্রদূত মিঃ লি জিমিং,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান, সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য রাজিয়া সুলতানা লুনা ও রবীন্দ্র মোহন সাহা, উপ মহাসচিব মো: রফিকুল ইসলামসহ চাইনা রেড ক্রস সোসাইটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আজ সকাল সাড়ে ১০ টার দিকে বিমানবন্দর থেকে উচ্চ পর্যায়ের চায়না ডেলিগেশন টিমসহ সরাসরি হাসপাতালে আসেন ড. চেন ঝুঁ। এরপর সকাল ১১ টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এর কনফারেন্স রুমে চায়না রেড ক্রস সোসাইটির প্রতিনিধি দল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় চায়না রেড ক্রস সোসাইটির পক্ষে নেতৃত্ব দেন চায়না রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান ড. চেন ঝু এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে নেতৃত্ব দেন সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বক্তব্য রাখেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসি’র গভর্নিং বোর্ড সদস্য প্রফেসার ডা: মো: হাবিবে মিল্লাত। এসময় ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান, সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য রাজিয়া সুলতানা লুনা ও রবীন্দ্র মোহন সাহা, উপ মহাসচিব মো: রফিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) বাংলাদেশস্থ প্রধান মি: আজমত উল্লা, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা: হারুনুর রশিদ হারুন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: স্বপন কুমার বার্মন, সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের দায়িত্বরত পরিচালক ইনচার্জ মো: মিজানুর রহমানসহ চাইনা রেড ক্রস সোসাইটির প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রমসহ সোসাইটি পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বলেন, চায়না রেড ক্রস সোসাইটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম পার্টনার ন্যাশনাল সোসাইটি। সোসাইটির বিভিন্ন মানবিক সহাযতা কার্যক্রমে দীর্ঘদিন যাবৎ তারা সহযোগিতা করে আসছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া জনগনসহ দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহযোগিতা করে চলেছে চায়না রেড ক্রস সোসাইটি। চায়না রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান ড. চেন ঝু বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত যেকোন ধরণের মানবিক কার্যক্রমে সহযোগিতা করবে চায়না রেড ক্রস সোসাইটি। তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে চায়না রেড ক্রস সোসাইটির সম্পর্ক অত্যন্ত ভাল। ড. চেন ঝু বলেন, আগামী বছরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ৮টি ডায়ালাইসিস মেশিন অনুদান দেওয়ার ঘোষনা দেন। পাশাপাশি, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভূয়শী প্রশংসা করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর