× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ফের যমুনা সার কারখানার উৎপাদন শুরু

বাংলারজমিন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন যমুনা সার কারখানায় দীর্ঘ এক বছর ১৩ দিন পর গতকাল সকাল সাড়ে ৮টায় পুনরায় উৎপাদন শুরু হয়েছে। দীর্ঘদিন পর উৎপাদন শুরু হওয়ায় কারখানার কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, স্থানীয় এলাকার ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মাঝে উৎফুল্ল লক্ষ্য করা গেছে। জেএফসিএল সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৭শে নভেম্বর থেকে কারখানার স্টার্ট আপ ফিডার বিস্ফোরিত হয়ে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানাটি চালু করতে জেএফসিএল কর্তৃপক্ষ মিটসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লি. জাপান থেকে সরবরাহ করা স্টার্ট আপ ফিডারটি সংযোজন কাজ শেষে ৫ই ডিসেম্বর অ্যামোনিয়া উৎপাদনে সক্ষমতা অর্জন করে। এরপর গতকাল সকাল সাড়ে ৮টায় পুনরায় কারখানার সার উৎপাদন শুরু করা হয়েছে। জানতে চাইলে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক খান জাবেদ আনোয়ার জানান, কারখানাটি মেরামত কাজ শেষ করে উৎপাদন শুরু করা হয়েছে। তিনি আরো জানান, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোমপানি সার কারখানার চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ দিলে কারখানার লক্ষ্যমাত্রা অনুযায়ী সার উৎপাদন ধরে রাখা সম্ভব হবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর