× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ময়মনসিংহে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের অবসান

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার

 ময়মনসিংহে আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভায় দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার আলোচনা শেষে বাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে নেত্রকোনা-ময়মনসিংহ রুটে বিআরটিসি’র ৫টি দুতলা বাস প্রত্যাহার এবং প্রশাসনের আহবানে তৎস্থলে ৫টি সিঙ্গেল ডেকার বাস চালু এবং ময়মনসিংহে পরবর্তী সিদ্ধান্ত ছাড়া বিআরটিসি’র আর কোনো দুতলা বাস কোনো রুটে না নামানোর সিন্ধান্তের মধ্য ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় থেকে রাজধানী ঢাকাসহ ৩৪টি রুটে সারাদেশের সাথে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের অবসান ঘটেছে। সভায় ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর. টাঙ্গাইল, ঢাকা মাহাখালী বাসস্ট্যান্ড, ভৈরব পরিবহনসহ ৮ জেলার মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাস মালিক-শ্রমিক সংগঠনকে পাশ কাটিয়ে নেত্রকোনা-ময়মনসিংহ রুটে বিআরটিসি’র দুতলা বাস চালুকে কেন্দ্র করে এ অঞ্চলের বাস মালিক-শ্রমিকরা এই অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়। জনগণের দুর্ভোগ লাঘবে ১০ই ডিসেম্বর রাতে ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন (অতিরিক্ত ডিআইজি) তার কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে এক সভা ডাকেন। এসপির ওই সভার সিদ্ধান্ত মোতাবেক বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহে আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভাপতি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ময়মনসিংহের বিভিন্ন রুটে বাস চালুর ব্যাপারে মটর মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে কোন রুটে কত সংখ্যক গাড়ি চলাচল করতে পারবে তা নিরূপণে রিপোর্ট দেয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ক করে একটি কমিটি গঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, ময়মনসিংহ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম সিআইপি, বিআরটিএ সহকারী পরিচালক মোঃ আব্দুল খালেক, জেলা ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, বিআরটিসি ময়মনসিংহ বাস ডিপো ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ লুৎফুর আজাদ, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদিদন মন্তা, মহাসচিব মাহবুবুর রহমান, মালিক সমিতির সম্পাদক শামসুল আলম তালুকদার, রবিউল হোসেন শাহীন ও সোমনাথ সাহাসহ শেরপুর ও নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর. টাঙ্গাইল, ঢাকা মাহাখালী বাসস্ট্যান্ড, ভৈরবের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বেসরকারি বাস শ্রমিকরা বিআরটিসি বাস ড্রাইভার গোলাম সারোয়ারকে মারধর করে এবং ট্রাফিক ইনচার্জ প্রকাশ চন্দ্র ঘোষকে নানা হুমকীর ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানায় দুটি সাধারণ ডায়রি প্রত্যাহার করে নেয়ারও সিদ্ধান্ত হয়। এর আগে ময়মনসিংহে আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সর্বশেষ সভা হয় চলতি বছরের ১৮ই এপ্রিল।
দীর্ঘ ৭মাস পর আরটিসির সভা হলো। আগামী মাসে আরো একটি আরটিসির সভা আহবান করার নির্দেশ দিয়েছেন জেলা আরটিসির সভাপতি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর