× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ফাতির রেকর্ড, ইন্টারের বিদায়

খেলা

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়লেন বার্সেলোনার আনসু ফাতি। বিসাউ গিনিয়ান তারকার রেকর্ডগড়া দিনে  ইন্টার মিলানকে ২-১ গোলে হারায় কাতালান ক্লাব বার্সেলোনা। এতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলো ইন্টার মিলান। এই জয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিলো বার্সা। এফ গ্রুপ থেকে শেষ ষোলোয় উঠেছে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড। এদিন চেক দল স্লাভিয়া প্রাগকে ২-১ গোলে হারায় জার্মানির ক্লাবটি। ইন্টার মিলানের মাঠে ৬০ বছর পর জয়ের দেখা পেলো বার্সেলোনা। চারদিন আগে লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে ৫-২ গোলে জেতা ম্যাচের ৭ খেলোয়াড়কে ছাড়া এদিন একাদশ সাজান বার্সেলোনা কোচ আরনেস্তো ভালভার্দে।
অপরদিকে জয়ের জন্য পূর্ণশক্তির দল নামায় ইন্টারের কোচ আন্তোনিও কন্তে। মেসির অনুপস্থিতির দিনে আক্রমণভাগের একাদশের শুরু থেকে নেতৃত্বে ছিলেন আঁতোয়ান গ্রিজমান। তার অ্যাসিস্টে ২৩তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। গোল করেন কাতালান ক্লাবটির ‘বি’ দলে খেলা স্প্যানিয়ার্ড তারকা কার্লেস পেরেজ। ক্রিস্টিয়ান টেল্লোর পর দ্বিতীয় বয়োকনিষ্ঠ স্প্যানিয়ার্ড হিসেবে বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়ন্স লীগে অভিষেকে গোল পেলেন পেরেজ (২১)। ২০১২ সালে টেল্লো ২০ বছর বয়সে বায়ার লেভারকুসেনের বিপক্ষে গোল করেন। সান সিরোতে ৪৪তম মিনিটে গোল নিয়ে ম্যাচে সমতা ফেরান রোমেলু লুকাকু। ২০১৭ সালের পর চ্যাম্পিয়ন্স লীগে ব্যাক টু ব্যাক ম্যাচে গোল করলেন এ বেলজিয়ান ফরোয়ার্ড। পরে ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ ও লুকাকু একবার করে বল জালে জড়ালেও অফসাইডে সেগুলো বাতিল হয়ে যায়। ৮৫তম মিনিটে পেরেজের বদলি হিসেবে মাঠে নামেন ১৭ বছর ৪০দিন বয়সী আনসু ফাতি। মাঠে নামার দ্বিতীয় মিনিটে বার্সেলোনার হয়ে জয়সূচক গোলটি করে ২২ বছর আগের রেকর্ড ভাঙেন তিনি। ১৯৯৭ সালে পিটার ওফোরি-কোয়াই ১৭ বছর ১৯৫ দিন বয়সে গ্রিক দল অলিম্পিয়াকোসের হয়ে নরওয়ের রোজেনবার্গ ক্লাবের বিপক্ষে গোল করেছিলেন। সান সিরোতে ১৯৫৯ সালের পর প্রথম জয় পেলো বার্সেলোনা। সর্বশেষ ইন্টার সিটিজ ফেয়ার কাপে ৬০ বছর আগে ৪-২ গোলে জয় পায় দলটি। ম্যাচ শেষে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে বলেন, ‘আমাদের গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জেতা উচিত ছিল। আমি এখন থেকে প্রতিটি ম্যাচ জিতে টুর্নামেন্টটি জিততে চাই।’
‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে জ্যাডোন স্যানচো ১০তম মিনিটে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন। তবে ৪৩তম মিনিটে ম্যাচে সমতা ফেরান স্লাভিয়ার সোইচেক। ৬১তম মিনিটে জুলিয়ান ব্র্যান্ট ডর্টমুন্ডের পক্ষে জয়সূচক গোল করেন। এর ফলে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয় জার্মান ক্লাবটি। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৪।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর