× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মাশরাফির চ্যালেঞ্জে রাসেলের রাজশাহী

খেলা

স্পোর্টস রিপোর্টার
১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার

বঙ্গবন্ধু বিপিএলে কাগজে-কলমে শক্তিশালী দল ঢাকা প্লাটুন। দলটির নেতৃত্ব দেবেন বিপিএলের চার আসরের চ্যাম্পিয়ন ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার দলে আছেন দেশসেরা ওপেনার ও বিপিএলের শীর্ষ রান সংগ্রাহক তামিম ইকবাল। আছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভও।
অন্যদিকে রাজশাহী রয়্যালস দলে স্বদেশি বড় তারকা বলতে জাতীয় দলের দুই তরুণ খেলোয়াড় লিটন কুমার দাস ও আফিফ হোসেন ধ্রুবই তাদের বড় তারকা। তবে রাজশাহী শিবিরে শক্তি যোগাচ্ছেন টি-টোয়েন্টির বৈশ্বিক তারকা আন্দ্রে রাসেল। ক্যারিবীয় এ অলরাউন্ডার এবার নেতৃত রাজশাহী রয়্যালসকে। আজ মিরপুরে মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালস। খেলা শুরু দুপুর দেড়টায়।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো দলের অধিনায়কই আসেননি সংবাদমাধ্যমের সামনে। ঢাকা প্লাটুনের হয়ে কথা বলেন জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার এনামুল হক বিজয়। নিজেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি। বিজয় বলেন, ‘আসলে আমরা সবাই এক সঙ্গে অনেকদিন ধরে খেলেছি। শেষ যে দলে খেলেছি সেই দলের অনেক প্লেয়ার এখানে আছে, বিদেশি এবং দেশি। এজন্য আমাদের মধ্যে বোঝাপড়াটা খুবই ভালো। কোচও আগের বছর যিনি ছিলেন তিনিই আছেন। সেই জন্য আমি বলতে চাইছি আমাদের বন্ডিংটা খুব ভালো। আমরা নিজেদের সেরা খেলাটা দেয়ার চেষ্টা করছি এবং সবাই সেটা নিয়েই আলোচনা করছি। নিজেরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে ভূমিকা রাখতে।  আমার কাছে মনে হয় এই জিনিসটা অনেক বড় একটা সুবিধা আমাদের জন্য। এ কারণে আমাদের বাইরের চিন্তা একটু কম।’
জাতীয় টি-টোয়েন্টি দলে নিজের জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন তরুণ তারকা আফিফ। সবশেষ নেপালে এসএ গেমসে স্বর্ণজয়ী দলের সদস্য তিনি। ব্যাটে-বলে দলের জন্য রেখেছেন অবদান। এবার তার লক্ষ্য বিপিএলে নিজেকে মেলে ধরা। আফিফ বলেন, ‘বিপিএলে আমার সেরাটা দিতে চেষ্টা করবো। শেষ কয়েকটি বিপিএলে যে ভুলগুলো করেছি এবার যেন সেই ভুল না হয়, তার থেকে ভালো করতে পারি সেই চেষ্টা করছি।’ নিজের দল রাজশাহী নিয়ে আফিফ বলেন, ‘আসরে মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ। ভালো একটা শুরু করতে পারলে পুরো আসর ভালো যায়। প্রথম ম্যাচ ভালোভাবে শুরু করতে চাই। আমাদের দলে ভালো কম্বিনেশন আছে।’
এসএ গেমসে স্বর্ণজয় আফিফকে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে। তিনি বলেন, ‘এটা আমাদের সবার জন্য বড় একটি অর্জন। প্রথমেই আমরা ভেবেছিলাম যে এটা যদি অর্জন করতে পারি তাহলে আমরা অনেক খুশি হবো। দেশের জন্য ভালো কিছু করার সুযোগ আসলে সব সময় আসে না। আমাদের জীবনে এই মুহূর্ত এসেছে। আমরা অনেক ভাগ্যবান যে সাফল্য নিয়ে ফিরতে পেরেছি। ওখানে এতো সহজ ছিল না। প্রথমে আমাদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। উইকেট অনেক কঠিন ছিল। ঐ উইকেটে রান করা সবার জন্য চ্যালেঞ্জিং। সবমিলিয়ে আমরা ঠিকভাবে মানিয়ে নিতে পেরেছি অনুশীলনে এবং ম্যাচে।’ অন্যদিকে মাশরাফি ও তামিম দলে থাকায় উচ্ছ্বসিত এনামুল হক বিজয়। তিনি বলেন, ‘মাশরাফি ভাইয়ের প্রতিটা বলই জায়গায় পড়ছে, এটা আলহামদুলিল্লাহ দারুণ ব্যাপার। এতো দিন পর এসেও বল জায়গায় করতে পারছেন। তামিম ভাইয়ের ব্যাটিং দেখে মনে হচ্ছে তিনি রানের মধ্যেই আছেন। আমার কাছে মনে হয় তারা দুজন ভালো অবস্থায় আছেন। ইনশাআল্লাহ্‌? দলের জন্য ভালো অবদান রাখবেন।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর