× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

টমেটো ভর্তি কাভার্ড ভ্যানে ফেন্সিডিলের চালান : আটক ২

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার

রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ি বটতলা এলাকা থেকে টমেটো ভর্তি কাভার্ড ভ্যান থেকে ৬০০ বোতল ফেন্সিডিলসহ আন্ত:জেলা মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে দিয়াবাড়ি এলাকা তাদের গ্রেপ্তার করে র‌্যাব। তারা হচ্ছে, মো. বিপ্লব (২৪) ও মো. ইব্রাহিম (২৫)। র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, গোপন খবর পেয়ে দিয়াবাড়ি বটতলাস্থ তুর্কি কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের উত্তর পাশের সড়কে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় টমেটো ভর্তি কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ৬০০ বোতল ফেন্সিডিল, ৩৫ ক্যারেট টমেটো, নগদ দুই হাজার ৪২০ টাকাসহ মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ এবং দুইজনকে আটক করা হয়। আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে বিপ্লব জানান, তিনি পেশায় কাভার্ড ভ্যান চালক। তার আগে ট্রাক-কাভার্ড ভ্যানে হেলপারের কাজ করতেন তিনি। ইতিপূর্বে ৬-৭টি মাদকের চালান রাজধানীসহ আশপাশের জেলায় সরবরাহ করেছেন।
চালান প্রতি পেয়েছেন ৩৫ হাজার টাকা। আটক ইব্রাহিম জানান, তিনি কার্ভাড ভ্যানের হেলপার। আটক বিপ্লবের সহযোগী হিসেবে মাদক ব্যবসায়ে জড়ান। রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারী মূল্যে মাদক বিক্রয় করে আসছিলেণ তিনি। চালান প্রতি তিনি পেতেন ১০-১২ হাজার টাকা। র‌্যাব জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর