× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

রান উৎসবের ম্যাচে উইন্ডিজকে হারিয়ে ভারতের সিরিজ জয়

খেলা

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৯, বুধবার

রীতিমত রান উৎসব করলেন ভারতীয় ব্যাটসম্যানরা। মুম্বাইয়ে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২০ ওভারে ২৪০/৩ সংগ্রহ করলো ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামলো ১৭৩/৮-এ। তাতে ৬৭ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো বিরাট কোহলির দল।

ভারতের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন ওপেনার লোকেশ রাহুল। ৫৬ বলের ইনিংসটি সাজান ৯ চার আর ৪ ছক্কায়। আরেক ওপেনার রোহিত শর্মার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৭১ রান। ৬ চারের সঙ্গে ৫ ছক্কা হাঁকান রোহিত।

অধিনায়ক বিরাট কোহলি ছিলেন আরো বিধ্বংসী মেজাজে। মাত্র ২৯ বলে ৭০ রানে অপরাজি থাকেন তিনি।
৪ চার ও ৭  ছক্কা মারেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেলডন কটরেল, কাইরন পোলার্ড ও কেসরিক উইলিয়ামস একটি করে উইকেট নেন।

২৪১ রানে লক্ষ্যে খেলতে নেমে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ। শিমরন হেটমায়ারের ২৪ বলে ৪১ আর পোলার্ডের ৩৯ বলে ৬৮ রানের ইনিংসে হারের ব্যবধান কমায় অতিথিরা। ভারতের হয়ে দীপক চাহার, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর