× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

নুসরাতকে উৎসর্গ করে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আজ

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার

নুসরাত জাহান রাফির নামে উৎসর্গকৃত জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সকাল ১১ টায় প্রচার হবে এটিএন বাংলায়। আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক ও প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিজয়ী দলসমূহকে ট্রফি, ক্রেস্ট, সনদপত্রসহ নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন। প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ। প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে এই প্রতিযোগিতার স্লোগান হচ্ছে ‘সাহসিকা নুসরাত তুমিই যুক্তি তুমিই প্রতিবাদ’। প্রতিযোগিতায় বাছাইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের দেশের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নিয়েছে। প্রতিযোগিতা অনুষ্ঠানের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, নিপীড়ন বিরোধী এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে নারীর প্রতি নিপীড়ন কমিয়ে আনতে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে। তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, নুসরাত সোনাগাজীর যে মাদ্রাসায় পড়তো, সে মাদ্রাসার নামকরণ তার নামে করা হোক এবং নুসরাতের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ‘নিপীড়ন বিরোধী দিবস’ হিসেবে একটি দিবস পালন করা হোক।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর