× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আম্পায়ার আলিম দারের বিশ্ব রেকর্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার রেকর্ডটি আগেই নিজের করে নেন আলিম দার। এবার টেস্টে সর্বাধিক ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড গড়লেন তিনি। ২০ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারে ১২৮ ম্যাচে দায়িত্ব পালন করেন স্টিভ বাকনার। ১৭ বছরের ক্যারিয়ারেই বাকনারকে ছাড়িয়ে গেলেন আলিম। গতকাল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার দিবারাত্রির টেস্টের মধ্য দিয়ে নিজের ১২৯তম ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।
৫১ বছর বয়সী আলিম দার ২০০৯-১১ পর্যন্ত টানা তিন বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন। তবে ২০১৫ বিশ্বকাপে ভারত-বাংলাদেশের মধ্যকার কোয়ার্টার ফাইনালে ‘বিতর্কিত নো’ বল ডাকেন তিনি। এরপর বাংলাদেশের দর্শকদের কাছে শ্রদ্ধার জায়গা হারান আলিম দার।
২০০০ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ওয়ানডেতে ২০৭ এবং টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচে আম্পায়ারিং করেছেন এই পাকিস্তানি।
সবমিলিয়ে ৩৮২ ম্যাচ আম্পায়ারিং করে তালিকায় শীর্ষে আছেন তিনি। এরপর রয়েছেন দক্ষিণ আফ্রিকার রুডি কুর্টজেন (৩৩১), ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনার (৩০৯), নিউজিল্যান্ডের বিলি বাউডেন (৩০৮) ও অস্ট্রেলিয়ার সাইমন টফেল (২৮২)।
সর্বাধিক টেস্টে আম্পায়ারিং
১. আলিম দার (পাকিস্তান) - ১২৯ ম্যাচ
২. স্টিভ বাকনার (ওয়েস্ট ইন্ডিজ) - ১২৮ ম্যাচ
৩. রুডি কুর্টজেন (দক্ষিণ আফ্রিকা) - ১০৮ ম্যাচ
৪. ড্যারেল হার্পার (অস্ট্রেলিয়া) - ৯৫ ম্যাচ
৫. ডেভিড শেফার্ড (ইংল্যান্ড) - ৯২ ম্যাচ
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর