× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

নেইমারের রেকর্ড ভাঙলেন জেসুস

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার

চ্যাম্পিয়ন্স লীগে দুর্দান্ত নৈপুণ্য নিয়ে স্বদেশি সুপার স্টার নেইমারের এক রেকর্ড ভেঙে দিলেন  গ্যাব্রিয়েল জেসুস।  বুধবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড  হ্যাটট্রিকে সহজ জয় পায় ম্যানচেস্টার সিটি। ‘সি’ গ্রুপের ম্যাচে দিনামো জাগরেবের মাঠে ৪-১ গোলের জয় পায় পেপ গার্দিওয়ালার দল। টানা ৯ ম্যাচের গোলখরা কাটিয়ে গত সপ্তাহে বার্নলির বিপক্ষে ২ গোল করেন জেসুস। চলতি মৌসুমে এখন পর্যন্ত সিটির জার্সি গায়ে ১০ গোল পেলেন জেসুস। তার প্রতিটি গোলই  অ্যাওয়ে ম্যাচে। এদিন সিটির অন্য গোলটি করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে ম্যানসিটি। আর ৫ পয়েন্ট নিয়ে তলানিতে দিনামো জাগরেব।
প্রথম লেগে নিজেদের মাঠে ক্রোয়েশিয়ান চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়েছিল সিটি।
তবে এদিন ম্যাচের দশম মিনিটে গোল হজম করে ম্যানসিটি। স্বাগতিকদের এগিয়ে নেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। ৩৪তম মিনিটে স্কোরলাইনে সমতা আনেন জেসুস। ৫০তম মিনিটে নিজের জোড়া গোলে সিটিকে এগিয়ে দেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। চার মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন জেসুস। প্রথম খেলোয়াড় হিসেবে ২৩ বছরের কম বয়সে চ্যাম্পিয়ন্স লীগে একের অধিক হ্যাটট্রিক করলেন এই ব্রাজিলিয়ান। এটি এই প্রতিযোগিতায় জেসুসের ১২তম গোল। নেইমারকে (২৩ বছর ৭৫দিন) ছাড়িয়ে বয়োকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে এই প্রতিযোগিতায় ১০ গোল করলেন জেসুস। ম্যাচের ৮৪তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন সিটির হয়ে পঞ্চাশতম ম্যাচ খেলা ফডেন। ম্যাচ শেষে জেসুস বলেন, ‘এটা বিশেষ কিছু। আর এখন গোল পাওয়ায় আমি খুশি। আমি চাই না এটি বন্ধ হয়ে যাক। আমার কাজ গোল করে দলকে পয় পেতে সহায়তা করা। আমি গোল করে যেতে চাই।’
অভিষেকে চমক আতালান্তার
ইতালিয়ান ক্লাব আতালান্তা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ খেলতে এসে রেকর্ড ছুঁয়ে নক আউট পর্বে জায়গা করে নিলো। ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে ইউক্রেনের দল শাখতার দোনেৎস্ককে ৩-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ওঠে আতালান্তা। এরফলে ম্যানচেস্টারের সঙ্গী হলো ইতালিয়ান ক্লাবটি। ২০১৬-১৭ সালে লেস্টার সিটির পর দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লীগ অভিষেকে নক আউটে জায়গা করে নিলো আতালান্তা। এছাড়াও ১৬ বছর আগের এক রেকর্ড ফিরিয়ে আনলো তারা। এবারের আসরে প্রথম তিন ম্যাচে পরাজিত হয়েও শেষ ষোলোর টিকিট কাটলো আতালান্তা। ২০০২-০৩ মৌসুমে ইংলিশ দল নিউক্যাসেল ইউনাইটেড এমন ঘটনা দেখিয়েছিল। বুধবার আতালান্তার পক্ষে টিমোথি কাসানে ৬৬তম, মারিও পাসালিচ ৮০তম ও রবিন গোজেন্স ৯১তম মিনিটে গোল করেন।
আগামী ১৬ই ডিসেম্বর সুইজারল্যান্ডে অবস্থিত উয়েফার হেড কোয়ার্টারে শেষ ষোলো রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর