× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

রিয়ালের ব্রুগা জয়ের ‘নায়ক’ দুই ব্রাজিলিয়ান টিনেজার

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার

গ্রুপের নিষ্পত্তি হয়েছিল আগেই। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ক্লাব ব্রুগার বিপক্ষে ৩-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে বেলজিয়ান ক্লাব ব্রুগার বিপক্ষে রিয়াল মাাদ্রিদের এটি প্রথম জয়। আর এদিন রিয়ালের জয়ের নায় দুই ব্রাজিলিয়ান  টিনেজার।  বেলজিয়ান ক্লাবটির বিপক্ষে আগের তিন দেখায় একটিতে হেরেছিল রিয়াল, ড্র হয়েছিল অন্য দুটি। নিজেদের শেষ সাক্ষাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-২ গোলে ড্র হয় ম্যাচ। রিয়াল মায়োর্কার কাছে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকলো ১৩বারের চ্যাম্পিয়ন্স লীগ জয়ী লস ব্লাঙ্কোসরা। এদিন নিয়মিত ফরোয়ার্ডদের বিশ্রামে রেখে ১৯ বছর বয়সী ভিনিসিয়ুস জুনিয়র ও ১৮ বছরের রদ্রিগোকে নিয়ে একাদশ সাজান রিয়াল কোচ  জিনেদিন জিদান। আর এদিন গোল পান দুজনেই।

চ্যাম্পিয়ন্স লীগের নক আউট পর্ব আগেই নিশ্চিত হয়েছিল রিয়াল মাদ্রিদের। ব্রুগার মাঠে প্রায় দ্বিতীয় সারির দল নামান জিনেদিন জিদান। নিজেদের মাঠে রিয়ালকে চাপে ফেলে প্রথমার্ধের যোগ করা সময়ে লস ব্লাঙ্কোসদের জালে বল পাঠায় ব্রুগে। কিন্তু ভিএআর দেখে গোল দেননি রেফারি। ম্যাচের ৫৩তম মিনিটে আসে প্রথম গোল। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। তবে দুই মিনিট পরেই সমতা ফেরায় ব্রুগা। বেলজিয়ান ফরোয়ার্ড হান্স ভানাকেন ম্যাচে ফেরায় স্বাগতিকদের। ৬৪তম মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। লস ব্লাঙ্কোসদের হয়ে গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের যোগ করা সময়ে কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে ব্যবধান ৩-১ করেন ক্রোয়েশিয়ান তারকা মদ্রিচ। ব্রুগে জিতে ১১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল পিএসজির পিছে রইলো দলটি।
টানা ১১ ম্যাচে অপরাজিত পিএসজি
চ্যাম্পিয়ন্স লীগের ‘এ’ গ্রুপের ম্যাচে গ্যালাতাসারেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে টানা ১১ ম্যাচ অপরাজিত রইলো ফরাসি চ্যাম্পিয়নরা। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের কাছে ৩-২ গোলে হারে তারা। এই ম্যাচে পিএসজির ফ্রন্টলাইনের পাঁচজন তারকাই গোল পান। ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা টমাস টুকেলের দল।
অক্টোবরে গালাতাসারের মাঠে প্রথম দেখায় ১-০ গোলে জিতেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। এদিন ঘরের মাঠে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় পিএসজি। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেন আর্জেন্টাইন মাউরো ইকার্দি ও স্পেনের পাবলো সারাবিয়া। ৩২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ইকার্দি। পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলে এই মৌসুমে ১৫ ম্যাচে ইকার্দির গোল দাঁড়াল ১২টি। আর চলতি চ্যাম্পিয়ন্স লীগে করলেন ৫ গোল। আর ৩৫তম মিনিটে নেইমারের অ্যাসিস্টে গোল করেন সারাবিয়া। বিরতির পর জালের দেখা পান নেইমার, কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার বিরতি থেকে এসে দ্বিতীয় মিনিটে বল জালে জড়ান। চ্যাম্পিয়ন্স লীগে এটি ৫৫ ম্যাচে তার ৩৩তম গোল। আর ক্রিস্টিয়ানো রোনালদো (১১) ও লিওনেল মেসির (১০) পর এই প্রতিযোগিতায় ৯টি ম্যাচে গোল আর অ্যাসিস্ট করার কীর্তি গড়লেন নেইমার। ৬৩তম মিনিটে গোলের দেখা পান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লীগে এটি তার ১৯তম গোল। শেষ দিকে স্পট কিকে ৫-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন বদলি ফরোয়ার্ড কাভানি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর