× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ছক্কার রাজা আফ্রিদির শূন্যের ‘সেঞ্চুরি’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার

ক্রিকেটের ইতিহাসসেরা অলরাউন্ডারদের একজন শহীদ আফ্রিদি। ‘বুম বুম’ খ্যাত আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক ৪৭৬ ছক্কার মালিক। শূন্য’র সংখ্যাও কম নয়! গতকাল বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলতে নেমে গোল্ডেন ডাক মারেন তিনি। তাতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে শূন্যের সেঞ্চুরিই করে ফেলেছেন আফ্রিদি। ১৯৯৫ সালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সময় প্রথম শূন্য রানে আউট হন আফ্রিদি। ২৪ বছরের খেলোয়াড়ি জীবনে শূন্য মেরেছেন আরো ৯৯টি। এরমধ্যে ৬৮ বার ক্যাচ, ২২বার বোল্ড, ৬বার এলবিডব্লিউ ও র ৪বার রানআউট হয়েছেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪বার শূন্য রানে আউট হন আফ্রিদি।
টেস্টে  ৬, ওয়ানডেতে ৩০ ও টি-টোয়েন্টিতে ৮ বার ডাক মেরেছেন তিনি।
তবে কোনো ফরম্যাটেই সর্বোচ্চ ডাকের রেকর্ডটি তার নয়। টেস্টে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশের (৪৩)। ওয়ানডেতে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়ার (৩০)। টি-টোয়েন্টিতে আফ্রিদির স্বদেশি উমর আকমল ১০ ডাক নিয়ে তিলকারত্নে দিলশান ও কেভিন ও’ব্রায়েনের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। আর সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শূন্য শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের। ৫৯টি ডাক মেরেছেন তিনি। এরপর রয়েছেন কোর্টনি ওয়ালশ (৫৪) ও সনাৎ জয়াসুরিয়া (৫৩)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর