× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

নোবিপ্রবি শিক্ষক সমিতির বাহাদুর সভাপতি, মজনুর সম্পাদক

বাংলারজমিন

নোবিপ্রবি সংবাদদাতা
১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (নোবিপ্রবি) শিক্ষক সমিতির ২০২০ সালের ১৩তম  কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১১ টি পদেই বঙ্গবন্ধুর আদর্শ ও বাঙ্গালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসামপ্রদায়িক শিক্ষা দর্শনে লালিত  প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘নীল দলথ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এতে সভাপতি পদে  এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান নির্বাচিত হয়েছেন।
গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ভোটগ্রহণ কার্যক্রম চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ বেলাল হোসেন। নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে ফিমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক  পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ পদে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক  ড. মো. সহিদ সারওয়ার, প্রচার সম্পাদক পদে বিজিই বিভাগের সহকারী অধ্যাপক  ড. আরাধন সরকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক  মো. মুহাইমিনুল ইসলাম সেলিম।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক তনিমা সরকার, সিএসটিই বিভাগের প্রভাষক এ কিউ এম সালাউদ্দীন পাঠান, বাংলা বিভাগের প্রভাষক সাহানা রহমান।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর