× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আফগানিস্তানের সঙ্গে তুরস্কের তথ্য বিনিময় চুক্তি

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) ডিসেম্বর ১৪, ২০১৯, শনিবার, ৮:৫২ পূর্বাহ্ন

আফগানিস্তানের সঙ্গে তথ্য বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে তুরস্কের ফরেন ইকোনমিক রিলেশন্স বোর্ড (ডিইআইকে)। খবরটি শুক্রবার নিশ্চিত করেছে তুর্কি প্রতিষ্ঠানটি। শুক্রবার জানায় যে ডিইআইকে’র তুর্কি-আফগানিস্তান বিজনেস কাউন্সিল আয়োজিত ব্যবসায়িক বৈঠকের অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে দুই দেশের ব্যবসায় প্রতিনিধি ও কর্মকর্তারা অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ, সহযোগিতার সুযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। ডিইআইকে’র প্রধান নাইল ওলপাক বলেন যে, আফগানিস্তান ও তুরস্কের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১৫০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটা ক্রমেই বাড়ছে। দুই দেশের মধ্যে নির্মাণ, জ্বালনি ও নিরাপত্তা খাতে সহযোগিতার সুযোগ রয়েছে বলে ওলপক জানিয়েছেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর