× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বার্সেলোনার বিপক্ষে আরো এক মামলা করলেন নেইমার

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার

একের পর এক অম্লমধুর খবরের শিরোনাম হচ্ছেন নেইমার ও তার পুরনো ক্লাব এফসি বার্সেলোনা। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিপক্ষে নতুন মামলা ঠুকেছেন নেইমার। ক্লাবটির কাছে সাড়ে ৩ মিলিয়ন ইউরো বকেয়া পারিশ্রমিক দাবি করেছেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। নেইমার ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে যোগ দেন পিএসজিতে। এরপরই কাতালান ক্লাবটি চুক্তিভঙ্গের মামলা করেছিল তার বিপক্ষে। ব্রাজিলিয়ান তারকাও চুপ করে থাকেননি। বকেয়া বোনাস চেয়ে নেইমারও উল্টো মামলা ঠুকে দেন বার্সার বিপক্ষে। সেই মামলা আদালতে প্রক্রিয়াধীন থাকতেই বার্সার বিপক্ষে আরেকটি মামলা ঠুকেছেন নেইমার।
এবার তার দাবি বকেয়া থাকা সাড়ে ৩ মিলিয়ন ইউরো পারিশ্রমিক। নেইমারের পিতা জানিয়েছেন তার ছেলের উপদেষ্টারা এ নিয়ে বার্সার সঙ্গে আলোচনা করে যাচ্ছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’ জানিয়েছে, নেইমারের আইনজীবীরা নতুন একটি মামলা করেছেন বার্সার বিপক্ষে। কাতালান ক্লাবটির কাছে সাড়ে ৩ মিলিয়ন ইউরো বকেয়া পারিশ্রমিক চেয়ে মামলা করেছেন তারা। তবে স্পেনের রেডিও ‘ক্যাডেনা সার’কে নেইমারের বাবা জানিয়েছেন, নতুন মামলাটি আগের মামলারই অংশ। সবকিছু ভালোভাবে সুরাহা হবে বলেও আশা প্রকাশ করেছেন নেইমার স্যান্টোস সিনিয়র। তিনি নিজেও নেইমারের উপদেষ্টা। মৌসুমের শুরুতে দলবদলে জোর গুঞ্জন ছিল প্যারিস সেইন্ট জার্মেই থেকে বার্সেলোনায় ফিরছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা নিজেও এমন ইচ্ছা প্রকাশ করেন খোলাখুলি। যদিও শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে যান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর