× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

এবার করাত দিয়ে কাটা হলো ইব্রার স্ট্যাচু

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার

মালমো এফসির প্রতিদ্বন্দ্বী ক্লাব হ্যামারবাই আইএফের শেয়ার কিনে বিপাকেই পড়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কিছুদিন আগে ইব্রার ব্রোঞ্জ স্ট্যাচুতে টয়লেট সিট ঝুলিয়ে দেয় মালমো সমর্থকরা। এবার স্ট্যাচুর পা করাত দিয়ে কাটলো তারা। ভেঙে পড়ার আশঙ্কায় পুলিশ স্ট্যাচুর চারপাশে কাঁটাতারের বেড়া দিয়েছে। গত অক্টোবরে মালমোরই হাজার হাজার সমর্থকের সামনে মালমো স্টেডিয়ামের বাইরে স্থাপন করা হয় সাবেক তারকা ইব্রার ৩.৫ মিটার উঁচু স্ট্যাচুটি। তখন সশরীরে উপস্থিত ছিলেন ইব্রাহিমোভিচ। ২০ বছর আগে মালমোর হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু ইব্রাহিমোভিচের। ডিসেম্বরের শুরুতে হ্যামারবাই আইএফ ক্লাবের ২৫ শতাংশ শেয়ার কেনেন তিনি।
ক্লাবটি মালমো এফসির চিরপ্রতিদ্বন্দ্বী। মালমোর সাবেক খেলোয়াড় ইব্রার এই কাজেই চটেছে দলটির সমর্থকরা। তারা ঘোষণা দিয়েছে নিজেদের স্টেডিয়ামের বাইরে ইব্রার স্ট্যাচু কোনোভাবেই রাখতে দেবে না। আগুন জ্বালিয়ে, পেইন্ট করে এর আগে স্ট্যাচুটির ক্ষতিসাধন করে দুষ্কৃতিকারীরা।
সুইডেনের ইতিহাসসেরা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ ১৯৯৯ সালে নাম লেখান মালমো এফসিতে। সেখান থেকে ২০০১ সালে যোগ দেন ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামে। এরপর জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো জায়ান্ট দলের জার্সি গায়ে খেলেন ইব্রা। ২০১৮-১৯ দুই বছর কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) দল এলএ গ্যালাক্সিতে। সুইডেনের হয়ে ২০০১-২০১৬ পর্যন্ত ১১৬ ম্যাচে সর্বাধিক ৬২ গোল করেন ইব্রাহিমোভিচ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর