× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

শেষ বিকালে কিউইদের স্টার্কের ধাক্কা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে শেষ বিকালে মিচেল স্টার্কের ধাক্কায় দিশাহারা সফরকারীরা। পার্থের অপটাস স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০৯ রানে ৫ উইকেট হারায় কিউইরা। এর আগে স্বাগতিক অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তোলে ৪১৬ রান। নিজের প্রথম স্পেলে এক উইকেট পান স্টার্ক। আর বিকালে পাঁচ ওভারের শেষ স্পেলে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনেরটিসহ ৩ উইকেট তুলে নেন এ অজি পেসার। এই বাঁহাতি পেসারের ৪ উইকেট শিকারে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ৩০৭ রানে পিছিয়ে সফরকারীরা।
আগের দিনের ২৪৮/৪ সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। হ্যাটট্রিকের সেঞ্চুরি করা মারনাস লাবুশেন আউট হন ১৪৩ রানে।
আগের টানা দুই ইনিংসে ১৫০-উর্ধ্ব রানের ইনিংস খেলেন লাবুশেন। ১৪৩ রান করে দলীয় ৩০১ রানের মাথায় ওয়াগনারের বলে বিদায় নেন। আগের দিনে ২০ রানে অপরাজিত থাকা ট্রেভিস হেড ক্যারিয়ারের সপ্তম টেস্ট অর্ধশতক তুলে নিয়ে ৫৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে অধিনায়ক টিম পেইনের ৩৯ রানের পাশাপাশি স্টার্কের ৩০ রানে ভর করে ৪১৬ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। কিউইদের পক্ষে ওয়াগনার ও টিম সাউদি ৪টি করে উইকেট নেন। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় কিউইরা। জিত রাভাল করেন ১ রান। আর টম ল্যাথাম ফেরেন শূন্য রানে। তৃতীয় উইকেট জুটিতে কিউই অধিনায়ক উইলিয়ামসন-রস টেইলর ৭৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামলান। ব্যক্তিগত ৩৪ রানে স্টার্কের বলে স্মিথের অসাধারণ এক ক্যাচে প্যাভিলিয়নের পথ ধরেন উইলিয়ামসন। অধিনায়ক আউট হয়ে ফিরলেও অপরপ্রান্তে ক্যারিয়ারের ৩৩তম অর্ধশতক তুলে নেন টেইলর। ব্যক্তিগত দশম ওভারের শেষ দুই বলে হেনরি নিকোলসকে ৭ ও নাইটওয়াচম্যান ওয়াগনারকে শূন্য রানে ফেরান স্টার্ক।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪১৬/১০ (১৪৬.২ ওভার) লাবুশেন ১৪৩, হেড ৫৬। ওয়াগনার ৪/৯২, সাউদি ৪/৯৩।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১০৯/৫ (৩২ ওভার) টেলর ৬৬*, উইলিয়ামসন ৩৪। স্টার্ক ৪/৩১, হ্যাজলউড ১/০।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর