× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আইপিএল’র নিলামে পাঁচ বাংলাদেশি

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার

বেশ দীর্ঘ ছিল তালিকটা। নিবন্ধন হয়েছিল ৯৯৭ জন খেলোয়াড়ের। সেখান থেকে কাটছাঁট করে নিলামের জন্য সংখ্যাটা ৩৩২-এ নামিয়ে আনা হয়। আর সে তালিকায় জায়গা পেলেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীমের নাম আগেই চাওর হয় সংবাদমাধ্যমে। গতকাল আইপিএলের অফিসিয়াল পেজে প্রকাশিত চার্টে মুশফিকের সঙ্গে দেখা গেলো মোস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিনের নাম। এদের মধ্যে কেবল মোস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। এবার বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্যও এ বাঁহাতি পেসারের- ১ কোটি রুপি।
মুশফিক ও মাহমদুল্লাহর ৭৫ লাখ রুপি। সাব্বির রহমান ও সাইফের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।
২০১৬ আইপিএলের অন্যতম সেরা বোলার ছিলেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে ১৬ ম্যাচে নেন ১৭ উইকেট। মোস্তাফিজ কুড়ান আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। নিজের অভিষেক আইপিএলে মোস্তাফিজের ইকোনমি রেট ছিল ৬.৯০। কিন্তু চোটের কারণে পরে ইকোনমি রেটটা আর ধরে রাখতে পারেননি তিনি। ২০১৭ আইপিএলে এক ম্যাচে ১৬ বলে ৩৪ রান দেয়ার পর আর খেলানোই হয়নি মোস্তাফিজকে। আর ২০১৮তে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৭ ম্যাচে ৭ উইকেট নেন তিনি। তবে ইকোনমি রেট ছিল ৮.৩৬। গত আসরে মোস্তাফিজকে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট থেকে বাঁচাতেই এ সিদ্ধান্ত নেয় বিসিবি। তবে মোস্তাফিজের সাম্প্রতিক অফ ফর্মের কারণে সিদ্ধান্ত পাল্টেছে বোর্ড। ফর্মে ফেরাতে এ পেসারকে এবার আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি।
বাংলাদেশি ক্রিকেটাররা নিলাম থেকে দল পাবেন কি না সে নিশ্চয়তা নেই। ৩৩২ জনের মধ্য থেকে ভারতীয় ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে মোট ৭৩ জনকে নেয়া হবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারের স্লট মাত্র ২৯টি। ১৯শে ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। ২০২০ আইপিএলে অভিষিক্ত ক্রিকেটারের সর্বোচ্চ রিজার্ভ ভিত্তিমূল্য ২ কোটি রুপি, সর্বনিম্ন ৫০ লাখ। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বেস প্রাইস রবিন উথাপ্পার (১.৫ কোটি)। পিযুষ চাওলা, ইউসুফ পাঠান ও জয়দেব উনাড়কাটের ভিত্তিমূল্য ১ কোটি রুপি।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ২ কোটি রুপি ভিত্তিমূল্য রয়েছে সাত জনের। এ তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্রিস লিন। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১.৫ কোটি রুপি ভিত্তিমূল্যে ভারতীয় ১ ও বিদেশি ৯ জন, ১ কোটি ভিত্তিমূল্যে ভারতীয় ৩ ও বিদেশি ২০ জন, ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে বিদেশি ১৬ এবং ৫০ লাখ ভিত্তিমূল্যে বিদেশি ৬৯ ও ভারতীয় ৯ জন ক্রিকেটার রয়েছেন। আর যেসব ক্রিকেটারের অভিষেক হয়নি তাদের সর্বোচ্চ বেস প্রাইস ৪০ ও সর্বনিম্ন ২০ রাখ রুপি ধরা হয়েছে।
নাম ভিত্তিমূল্য (রুপিতে)
মোস্তাফিজ ১ কোটি
মুশফিক ৭৫ লাখ
রিয়াদ ৭৫ লাখ
সাব্বির ৫০ লাখ
সাইফ ৫০ লাখ
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর