× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রিভিউ /পদকবিহীন বেশির ভাগ ফেডারেশনের দায়িত্বে বিওএ’র কর্মকর্তারা

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার

সদ্য সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশ ২৫ ডিসিপ্লিনে অংশ নিয়ে রেকর্ড ১৯টি সোনা জিতেছে। রুপা জিতেছে ৩৩টি, ব্রোঞ্জ ৯০টি। সব মিলিয়ে ১৪২টি পদক জিতেছে বাংলাদেশ। ১৯টি সোনার মধ্যে আরচারি থেকেই এসেছে ১০টি। কারাতে থেকে এসেছে ৩টি। ভারোত্তোলন ও ক্রিকেটে দুটি করে। ফেন্সিং ও তায়কোয়ানন্দো থেকে এসেছে একটি করে সোনা। এবারের আসরে অংশ নেয়া ২৫ ফেডারেশনের মধ্যে ভলিবল, বাস্কেটবল, সাইক্লিং, টেনিস ও স্কোয়াশ থেকে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ।
কাবাডি, হ্যান্ডবলে পারফরমন্সের অবনতি ঘটেছে। অবাক করা বিষয় হচ্ছে এসব ফেডারেশনের বেশির ভাগের নেতৃত্বে আছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তারা। তাদেরই বলা হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গণের নীতি নির্ধারক। তাদের ফেডারেশনের এমন বাজে ফলাফল লজ্জা দিয়েছে সকলকে।
ভলিবল
এসএ গেমসে ভলিবল দল নারী, পুরুষ ও বিচ ভলিবল (পুরুষ) তিনটি ইভেন্টে অংশ নেয়। কোচ, প্রশিক্ষক ও খেলোয়াড় মিলিয়ে মোট ৩৮ জনের বহর যায় নেপালে। কিন্তু তারা কোনো পদক উপহার দিতে পারেনি বাংলাদেশকে। অথচ এই ফেডারেশনের সভাপতি হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)এর উপমহাসচিব আশিকুর রহমান মিকু। এমন হাইপ্রোফাইল কর্মকর্তাদের নেতৃত্বে থাকা ভলিবল পদকবিহীন ফিরে দেশকে লজ্জা দিয়েছে। ১৯৮৭ সাল থেকে এসএ গেমসে অংশগ্রহণ শুরু করে ভলিবল দল। প্রথমবার অংশ নিয়ে ব্রোঞ্জ জেতে। এরপর ১৯৯১ সালে তাদের সর্বোচ্চ সাফল্য ২টি ব্রোঞ্জ। ১৯৯৩, ১৯৯৯ সালে ব্রোঞ্জ জিতেছিল ভলিবল ফেডারেশন। এরপর গেল ২০ বছরেও বাংলাদেশকে কোনো পদক উপহার দিতে পারেনি।
বাস্কেটবল
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট কমিটির সদস্য সচিব একে সরকার। তার অধীনে সদ্য সমাপ্ত এসএ গেমসের অনুশীলন করেছে ২৫ ডিসিপ্লিনের অ্যাথলেটরা। অন্যান্য ডিসিপ্লিনে গর্ব করার মতো পদক আসলেও একেবারে খালি ফিরেছে একে সরকারের নেতৃত্বে থাকা বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। এবারের এসএ গেমসে বাস্কেটবল ডিসিপ্লিনে নারী ও পুরুষ বিভাগে অংশ নেয় বাংলাদেশ। দুই বিভাগে প্রশিক্ষক, ম্যানেজার, কর্মকর্তা ও খেলোয়াড় মিলিয়ে ৩৩ জন অংশ নেয়। এবারই প্রথম নারী বাস্কেটবল দল অংশ নেয়। নারী দল নিয়ে খুব প্রত্যাশা না থাকলেও ছেলেদের নিয়ে ছিল। কিন্তু তারা সেটা মেটাতে পারেনি।
১৯৮৭ সালে এসএ গেমসে প্রথমবার অংশ নেয় বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। ১৯৯১, ১৯৯৫ সালে খালি হাতে ফিরলেও ২০১০ সালে ঘরের মাঠে ব্রোঞ্জ জিতেছিল বাস্কেটবল দল। এরপর ২০১৬ সালের মতো এবারও দেশকে কোনো পদক উপহার দিতে পারেনি এই ফেডারেশন।
সাইক্লিং
দুইজন ম্যানেজার, তিনজন প্রশিক্ষক ও ১৪ জন খেলোয়াড়সহ সাইক্লিং ফেডারেশন থেকে মোট ১৯ জনের বহর যায় নেপালে। কিন্তু তারাও কোনো পদক উপহার দিতে পারেনি বাংলাদেশকে। দেশ ত্যাগের আগে দুটি সোনা জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক পারভেজ হাসান। অনেক আশার কথা শুনিয়েছিলেন সভাপতি শফিউল্লাহ আল মুনীর। যে দুটি ইভেন্টে পদকের কথা বলেছিল সাইক্লিং, লজ্জার বিষয় ৮০ কিলোমিটার ও ১০০ কিলোমিটর রোড রেসে শেষ পর্যন্ত অ্যাথলেটই ছিল না বাংলাদেশের।
২০০৬ সাল থেকে সাইক্লিং দল অংশ নিচ্ছে এসএ গেমসে। ২০১০ সালে ঘরের মাঠে জিতেছিল ১টি ব্রোঞ্জ। এরপর ২০১৬ সালের মতো এবারও কোনো পদক পায়নি। দশ বছর ধরে এসএ গেমসে পদকহীন ফেডারেশনটি।
টেনিস
কিশোরী খেলোয়াড়কে যৌন হয়রানির অভিযোগে এসএ গেমস শুরুর দশদিন আগে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদকে বহিষ্কার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসি)। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমের হাতে দেয়া হয় টেনিস ফেডারেশনের দায়িত্ব। টেনিসে ম্যানেজার, প্রশিক্ষক ও খেলোয়াড়সহ মোট ১১ জন অংশ নেয়। এনএসসির সচিবের দায়িত্বে থাকা এই ফেডারেশনটিও ফিরেছে খালি হাতে। ১৯৯১ সালে প্রথমবার অংশ নিয়েই ২টি ব্রোঞ্জ জিতেছিল টেনিস দল। ১৯৯৩ সালে খালি হাতে ফেরার পর ১৯৯৫ সালে জেতে আরো একটি ব্রোঞ্জ। মাঝে লম্বা বিরতির পর ২০১৬ সালে টেনিস দল অংশ নেয় গৌহাটি ও শিলংয়ে অনুষ্ঠিত এসএ গেমসে। কিন্তু কোনো পদক পায়নি।
স্কোয়াশ
একজন ম্যানেজার, একজন কোচ কাম ম্যানেজার ও চারজন খেলোয়াড়সহ মোট ৬ জন অংশ নেয় এই ফেডারেশন থেকে। আশা জাগিয়েও তারা কোনো পদক দিতে পারেনি। ১৯৮৯ সাল থেকে স্কোয়শ টিম অংশ নিচ্ছে এসএ গেমসে। ২০০৪ সালে ছিল পদক শূন্য। ২০০৬, ২০১০ ও ২০১৬ সালে ব্রোঞ্জ জিতেছিল তারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর