× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্যাটে-বলে দুর্দান্ত লিটন-কাপালি

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার

বল হাতে সিলেট থান্ডারের টপ অর্ডার গুঁড়িয়ে দিলেন অলক কাপালি। বাকি কাজ সারলেন তার সতীর্থ বোলাররা। ফরহাদ রেজা-রবি বোপারার তোপে ৯১ রানে গুটিয়ে গেল থান্ডার। এরপর ব্যাট হাতে ঝড় তুললেন লিটন কুমার দাস। ২৬ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিলেন তিনি। তাতে সিলেটকে ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো রাজশাহী রয়্যালস। সিলেট থান্ডার দেখলো টানা দ্বিতীয় হার। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনকে ৯ উইকেটে হারিয়েছিল রাজশাহী রয়্যালস।
আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৫ উইকেটে হেরেছিল সিলেট থান্ডার।
৯২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই হজরতউল্লাহ জাজাইকে হারায় রাজশাহী। আগের ম্যাচে ফিফটি হাঁকানো জাজাই শূন্য রানে বোল্ড হন নাঈম হাসানের বলে। তবে আফিফকে নিয়ে ৬২ রানের জুটিতে সমীকরণ সহজ করে দেন লিটন। স্পিন অলরাউন্ডার আফিফ ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রান করে আউট হন। তার উইকেটটি নেন আফগান বোলার নাভীন উল হক। এরপর শোয়েব মালিককে নিয়ে ১০.৫ ওভারেই লক্ষে পৌঁছে যান লিটন। ২৬ বলে ৪৪ রানের ইনিংসটি তিনি সাজান ৭ চারে। আগের ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন লিটন। মালিক করেন ১১ বলে ১৬* রান।
এর আগে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে সিলেট থান্ডার। ১৫.২ ওভারেই অলআউট হয়ে যায় তারা। যদিও শুরুটা ভালো ছিল তাদের। ৩ ওভারে বিনা উইকেটে ২৯ রান তুলেন দুই ওপেনার রনি তালুকদার-জনসন চার্লস। চতুর্থ ওভারে রনিকে (১৯) ফিরিয়ে এ জুটি ভাঙেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। পরের ওভারে এসে জোড়া আঘাত হানেন অলক কাপালি। পঞ্চম বলে চালর্স (১৬) ও ষষ্ঠ বলে জীবন মেন্ডিসকে বোল্ড করেন এই লেগি। মিঠুন-মোসাদ্দেকের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল সিলেট। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭২/৩। কিন্তু এরপর আবার ব্যাটিং ধস। ১১তম ওভারে এসে রবি বোপারা তুলে নেন মিঠুনকে। আগের ম্যাচে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলা মিঠুন এবার ফেরেন ২০ রানে। অধিনায়ক মোসাদ্দেককেও তুলে নেন বোপারা। ২১ বলে মোসাদ্দেকের সংগ্রহ ২০ রান। তার বিদায়ের পর মাত্র ১৮ বল টিকে সিলেটের ইনিংস। ১০ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৫.৩ ওভারে ৯১ রানে অলআউট হয় থান্ডার। এর মধ্যে ফরহাদ রেজা দুটি, কাপালি একটি উইকেট ভাগাভাগি করেন। বাকি দুটি হয় রানআউট। ৩ ওভারে ১৭ রান খরচায় ৩ উইকেট নেন লেগ স্পিনার কাপালি। ম্যাচসেরার পুরস্কার ওঠে তারই হাতে। রাজশাহীর প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় বোপারা ৩ ওভারে খরচ করেন মাত্র ১০ রান। সরাসরি থ্রোতে একটি রানআউট করেন তিনি। ফরহাদ রেজা ২ ওভারে দেন ৯ রান।
সংক্ষিপ্ত স্কোর
টস: রাজশাহী রয়্যালস, ফিল্ডিং
সিলেট থান্ডার: ১৫.৩ ওভারে ৯১ (রনি ১৯, চার্লস ১৬, মিঠুন ২০, মোসাদ্দেক ২০; কাপালি ৩/১৭, রেজা ২/৯, বোপারা ২/১০)
রাজশাহী রয়্যালস: ১০.৫ ওভারে ৯৫/২ (লিটন ৪৪*, আফিফ ৩০, মালিক ১৬*, নাঈম হাসান ১/১৬)
ফল: রাজশাহী ৮ উইকেট জয়ী
ম্যাচসেরা: অলক কাপালি (রাজশাহী)
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর