× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাণিজ্য যুদ্ধ শিথিলে সম্মত হলো চীন-যুক্তরাষ্ট্র

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) ডিসেম্বর ১৪, ২০১৯, শনিবার, ৭:৫০ পূর্বাহ্ন

চলমান বাণিজ্য যুদ্ধ শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। শুক্রবার উভয় পক্ষ থেকেই এ ঘোষণা এসেছে যাকে বলা হচ্ছে স্বাভাবিক হওয়ার প্রথম ধাপ। চুক্তি অনুযায়ী চীনা পণ্যের ওপর আরোপিত মার্কিন শুল্ক কমিয়ে আনা হবে। ফলে আবারো পণ্য কেনায় গতি ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চীন যুক্তরাষ্ট্র থেকে কমপক্ষে ২০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ও সেবা কিনবে এমন প্রতিশ্রুতি দিয়েছে। এই পরিমাণ ব্যয় করা হবে আগামী দুই বছরের মধ্যে। যুক্তরাষ্ট্রের পক্ষে দরকষাকষি করা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

যদি চীন এই পরিমাণ মার্কিন সেবা বা পণ্য আমদানি করে তাহলে যুক্তরাষ্ট্রের রপ্তানি ব্যাপক পরিমাণে বেড়ে যাবে।
২০১৭ সালে চীন মোট ১৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য ক্রয় করেছিলো। একইসঙ্গে ৫৬ বিলিয়ন ডলারের সেবাও নেয়া হয়েছিলো সে বছর। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইকোনোমিক এনালাইসিস। এর বিপরীতে চীনা পণ্যের ওপর থেকে শুল্ক সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। রোববার থেকেই এই প্রক্রিয়া কার্যকরি হবে বলে জানানো হয়েছে। ৮৬ পাতার এই চুক্তিটি আগামী মাসে স্বাক্ষরিত হবে। ওয়াশিংটনে দুই দেশের প্রথম সাড়ির কর্মকর্তারা এ এতে স্বাক্ষর করবেন।
এ নিয়ে শুক্রবার একটি টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে তিনি বলেছেন, আমরা চীনের সঙ্গে প্রথম ধাপে বড় ধরণের অগ্রগতিতে সম্মত হয়েছি। চীনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, জ্বালানী ও প্রক্রিয়াজাতকৃত পণ্য এবং আরো অনেক কিছু আমদানিতে সম্মত হয়েছেন। এরপর সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে আরো একবার কথা বলেন তিনি। এসময় চীন কমপক্ষে ৫০ বিলিয়ন ডলারের কৃষিপণ্য ক্রয় করবে বলে আশ্বস্থ করেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর