× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

রাওয়ালপিন্ডি টেস্ট / চতুর্থ দিনে বলই গড়ায়নি মাঠে

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার


প্রতিদিনই যেন বৃষ্টির দাপট বাড়ছে রাওয়ালপিন্ডিতে। কমছে লড়াইয়ের  দৈর্ঘ্য। বৃষ্টির বাধায় টেস্টের দ্বিতীয় দিনে খেলা হয়েছিল মাত্র ১৮.২ ওভার। আর তৃতীয় দিনে কেবল ৫.২ ওভার। আর গতকাল পণ্ড হয় চতুর্থ দিনের পুরোটাই। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গতকাল চতুর্থ দিনে মাঠেই নামতে পারেনি দুই দল। আগের রাতের ভারি বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। দুপুর নাগাদ দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
 
টানা বৃষ্টির কারণে নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। শ্রীলঙ্কা কেবল প্রথম ইনিংসে ব্যাট করছে। দীর্ঘ ১০ বছর পর ঘরের মাঠে টেস্ট ফিরলেও পাকিস্তানের উৎসব মাটি করে দিয়েছে বৃষ্টি। তৃতীয় দিনে কয়েক দফা চেষ্টার পর ৫.২ ওভার খেলা হয়েছিল। সে পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাটিংয়ে থাকা শ্রীলঙ্কা দিন শেষ করেছিল ৬ উইকেটে ২৮২ রানে। গতকাল সকালে বৃষ্টি না থাকলেও আউটফিল্ড ভেজা ছিল। যদিও আকাশ মেঘে ঢাকা থাকায় মাঠকর্মীরা চেষ্টা করেও আউটফিল্ড শুকাতে পারেননি। শুক্রবারের সারা রাতের বৃষ্টিতে খেলার উপযোগী করে তোলা যায়নি মাঠ। তাই দিন শেষের অনেক আগেই ম্যাচ অফিসিয়ালরা খেলা শেষের ঘোষণা দেন। তবে ফল যা-ই হোক, ব্যক্তিগতভাবে দারুণ অর্জনের সামনে লঙ্কান ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কান এই ব্যাটসম্যান হাঁটছেন সেঞ্চুরির পথে। ৮৭ রানে অপরাজিত তিনি। ১৫১ বলের ইনিংসটি ধনাঞ্জয়া সাজিয়েছেন ১৩ বাউন্ডারিতে। তার সঙ্গে ৬ রানে অপরাজিত দিলরুয়ান পেরেরা। পাকিস্তানের প্রাপ্তিতে থাকবে নাসিম শাহর পারফরম্যান্স। দারুণ বোলিংয়ে ১৬ বছর বয়সী পেসার পেয়েছেন ২ উইকেট। আরেক তরুণ পেসার শাহীন আফ্রিদিরও শিকার ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
টস: শ্রীলঙ্কা, ব্যাটিং
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৯১.৫ ওভারে ২৮২/৬ (করুনারত্নে ৫৯, ফার্নান্দো ৪০, কুসল ১০, ম্যাথিউস ৩১, চান্দিমাল ২, দনাঞ্জয়া ৮৭*, ডিকভেলা ৩৩, পেরেরা ৬*; আব্বাস ২৪-৯-৫৬-১, শাহিন ২২-৭-৫৮-২, শিনওয়ারি ১৫-৪-৫৪-১, নাসিম ২৪.৫-৫-৮৩-২, হারিস ৩-০-১২-০, মাসুদ ১-১-০-০, শফিক ২-০-৮-০)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর