× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রাত পোহালেই শাবি’র সমাবর্তন, উৎসব মুখর ক্যাম্পাস

শিক্ষাঙ্গন

শাবি প্রতিনিধি
(৪ বছর আগে) জানুয়ারি ৭, ২০২০, মঙ্গলবার, ১০:২৬ পূর্বাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতিক্ষীত তৃতীয় সমাবর্তন রাত পোহালেই। আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সমাবর্তন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্যাম্পাস। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রেসিডেন্ট মো, আবদুল হামিদ এবং সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন কথা সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

দীর্ঘ এক যুগ পর সমাবর্তন হওয়ায় উৎসব বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মাঝে। সমাবর্তনকে সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। দিনভর বিভিন্ন পর্যায়ের নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।

এদিকে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে সমাবর্তন মহড়া। সমাবর্তনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়কে সাজানো হয়েছে নতুন মোড়কে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সমাবর্তন স্থল পর্যন্ত রাস্তার দুই পাশে রং-বেরং এর পতাকা এবং মরিচবাতি লাগানো হয়েছে। গোলচত্বরকে নতুনভাবে মেরামত করা হয়েছে এবং ফুল গাছ লাগানো হয়েছে। বিভিন্ন ভবনের সামনে এবং উপরে টানানো হয়েছে সমাবর্তনের ব্যানার-ফেস্টুন। ভবনগুলোতে নতুন করে রং করা হয়েছে। এদিকে মূল প্যান্ডেল ও স্ট্যাজের কাজ শেষ।

ইতিমধ্যে কস্টিউম, গিফট ও আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। এদিকে মঙ্গলবার ক্যাম্পাসে ঘুরে দেখা যায় সকাল থেকে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মূখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়।   নতুন গাউন ও হ্যাট পরিধান করে ছবি তুলে অনেকে ব্যস্ত সময় পার করেছে। অনেকে আবার তাদের ছোট-ছোট ছেলে-মেয়ে নিয়ে এসেছেন। সব মিলিয়ে ক্যাম্পাসটি পরিণত হয়েছে একটি মিলনমেলায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণ করবেন। তৃতীয় সমাবর্তনে মোট ৬ হাজার ৭৫০ জন নিবন্ধন করেছেন। এছাড়া ২০জন শিক্ষার্থীকে প্রেসিডেন্ট স্বর্ণপদক দেওয়া হবে। এর মধ্যে ১০ জন শিক্ষার্থীকে স্নাতক ও ৫ জনকে স্নাতকোত্তর ফলাফলের জন্য এবং দ্বিতীয় সমাবর্তনে বাদ থাকা ৫ জনকেও স্বর্ণপদক দেওয়া হবে।

এছাড়া বিভিন্ন অনুষদে প্রথম হওয়া ৮৯ শিক্ষার্থীদের ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন,  আমাদের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। সবকিছু সুন্দরভাবেই আমাদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। এখন আমরা অপেক্ষায় আছি কখন মহামান্য প্রেসিডেন্ট আসবেন এবং শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট দিতে পারবো। তিনি আরও বলেন, চতুর্থ সমাবর্তন চলতি বছরের শেষের দিকে বিশেষ করে ডিসেম্বরে করার পরিকল্পনা রয়েছে। এরপর প্রতিবছরই সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৯১ সালে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর দীর্ঘ ২৮ বছরে মাত্র দু'টি সমাবর্তন আযোজন করা হয়েছে। ১৯৯৮ সালের ২৯শে এপ্রিল প্রথম সমাবর্তন এবং এর ৯ বছর পর ২০০৭ সালের ৬ই ডিসেম্বর দ্বিতীয় সমাবর্তন আয়োজন করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর