× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ইবি’তে ব্যতিক্রমী এক ক্লিনিকের যাত্রা শুরু

শিক্ষাঙ্গন

ইবি প্রতিনিধি
(৪ বছর আগে) জানুয়ারি ১২, ২০২০, রবিবার, ৬:৫৯ পূর্বাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন সহয়াতা ও পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান জুরিস্টিক ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। আজ বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। দেশে প্রথমবারের মত আইন বিষয়ে ব্যাতিক্রমী এ উদ্যোগ নেয়া হলো।

সূত্র মতে, দেশের প্রচলিত আইন সহায়তার পদ্ধতি থেকে স্বতন্ত্র কাজ করবে সংগঠনটি। বিনা খরচে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে আইনি পরামর্শ ও প্রয়োজনীয় ক্ষেত্রে আইনি সহায়তা প্রদান, আইন শিক্ষার্থীদের ব্যবহারিক আইন শিক্ষায় সহায়তা, আইন বিষয়ক সামাজিক সচেতনতা বৃদ্ধি করাসহ বিভিন্ন লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটির ক্লিনিক্যাল প্রফেসররা। এ লক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। জুরিস্টিক ক্লিনিকের পরিচালক প্রফেসর ড. জহুরুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, আইন অনুষদের ডিন প্রফেসর ড. হালিমা খাতুন, আইন বিভাগের প্রফেসর ড. আকরাম হোসেন মজুমদার, প্রফেসর ড. নূরুন নাহার, প্রফেসর ড. রেবা মন্ডলসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জুরিস্টিক ক্লিনিকের পরিচালক প্রফেসর ড. জহিরুল ইসলাম বলেন, সমাজের মানুষের কল্যাণে আমরা চেষ্টা করে যাবো। আইন বিষয়ে সকল শ্রেণীর মানুষকে সহায়তা করাই আমাদের কাজ হবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর