খেলা
‘কারো কথায় খেলি না ছাড়বোও না’
স্পোর্টস রিপোর্টার
২০২০-০১-১৪
মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুনকে গতকাল বিপিএল থেকে বিদায় দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচ শেষে দুই অধিনায়কই এসেছিলেন সংবাদ সম্মেলনে। তবে ম্যাচের কথা ছাড়িয়ে আলোচনায় আসে মাশরাফির বিদায় প্রসঙ্গ। ক্রিকেটকে বিদায় বলার অনুভূতি নিয়ে তিনি বলেন, ‘আমরা ক্রিকেটটা শুরু করি ভালোবেসে, ক্রিকেটকে উপভোগ করি। এখন হয়তো এটা আমার পেশা হয়েছে। আমি কখনোই চিন্তা করিনি যে আমি ক্রিকেটারই হবো। আমি ভালোবাসছি, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতাম আর এখন এটা আমার পেশায় পরিণত হয়েছে। তো যখন আমি কারও কথায় খেলা শুরু করিনি কারও কথায় ছাড়ার পক্ষপাতিও নই। আমি যদি চিন্তা করি যে এখন আমার পক্ষে আর ক্রিকেট খেলা সম্ভব না তো আমি খেলবো না। এটা আমার একান্ত নিজস্ব বিষয়, এটার দায়ভার আমাকেই দেয়া উচিত।’
মাশরাফির বিদায় নিয়ে কোনো কিছু বলতে রাজি হননি মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘আমি যেটা চিন্তা করি যে এটা সম্পূর্ণ মাশরাফি ভাইয়ের সিদ্ধান্ত। দুই একবার উনার সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু এসব শেয়ার করার মতো না। ব্যক্তিগত বিশ্বাসেরও একটা বিষয় আছে। এটা উনাকে না বলে এসব শেয়ার করাটা ঠিক হবে না। দিনশেষে এটা উনারই সিদ্ধান্ত।’
মাশরাফির বিদায় নিয়ে কোনো কিছু বলতে রাজি হননি মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘আমি যেটা চিন্তা করি যে এটা সম্পূর্ণ মাশরাফি ভাইয়ের সিদ্ধান্ত। দুই একবার উনার সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু এসব শেয়ার করার মতো না। ব্যক্তিগত বিশ্বাসেরও একটা বিষয় আছে। এটা উনাকে না বলে এসব শেয়ার করাটা ঠিক হবে না। দিনশেষে এটা উনারই সিদ্ধান্ত।’