× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

২৩ দিন পর ডাকসুতে নিজ কক্ষে ভিপি নুর

দেশ বিদেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
১৬ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার

ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের হামলার শিকার হয়ে দীর্ঘ ২৩ দিন পর অবশেষে নিজ কক্ষ বুঝে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। গতকাল বিকালে নিজ কক্ষে প্রবেশ করেন তিনি। এতদিন তার রুমটি সিলগালা করে রেখেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল নিজ কক্ষে প্রবেশ করার সময় ভিপি নুরের সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। হামলায় তছনছ হওয়া ভিপির কক্ষটি ডাকসুর কর্মচারী ও ছাত্র অধিকার পরিষদের নেতারা পরিষ্কার করেন। এরপর নুর নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বলেন, গতকাল তদন্ত কমিটির প্রধান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন আমাকে ফোন দিয়ে চাবি নেয়ার জন্য বললেন। স্যার সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আজাদ ভাইয়ের কাছে চাবি দিলে আমরা তার কাছ থেকে সংগ্রহ করি।

তিনি বলেন, ২২শে ডিসেম্বর নিজের ও সহযোগীদের ওপর হওয়া হামলার বিষয়ে ভিপি নুরুল বলেন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাদের নেতৃত্বেই সেদিন আমাদের ওপর বর্বর হামলা হয়। সরকারের পক্ষ থেকে হামলার বিচারের আশ্বাস দেয়া হলেও আমরা দেখতে পাচ্ছি, হামলাকারীরা মধুর ক্যানটিনে বসে চা খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর