বিশ্বজমিন

নিরাপত্তা পরিষদে আবার কাশ্মীর ইস্যু

মানবজমিন ডেস্ক

২০২০-০১-১৬

পাকিস্তানের পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবার রুদ্ধদ্বার বৈঠকে আবারো কাশ্মীর ইস্যু উত্থাপন করে চীন। তবে তার সেই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে ফ্রান্স ও স্থায়ী পরিষদের অন্যান্য সদস্যরা। তারা মনে করে কাশ্মীর সমস্যা দ্বিপক্ষীয়ভাবে সমাধান করা উচিত। কয়েকদিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি নিউ ইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসি সফর করেন। এ সময়ে তিনি দৃশ্যত কাশ্মীর ইস্যু জাতিসংঘে তুলতে চীনকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। কিন্তু ফ্রান্সের নেতিবাচক জবাবে তিনি আনন্দিত হতে পারেন নি। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status