× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব সিনেটে

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) জানুয়ারি ১৬, ২০২০, বৃহস্পতিবার, ১০:৫৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ‘আর্টিকেল’ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের কাছে বুধবার হস্তান্তর করেছে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করার পথ পরিষ্কার হলো। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, গত ১৮ই ডিসেম্বর প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে অভিশংসিত করে। কিন্তু তার ফলে তাকে ক্ষমতা ছাড়তে হয়নি। তাকে ক্ষমতা থেকে সরাতে হলে সিনেটে অভিশংসিত করতে হবে। এ জন্য ওই দুটি আর্টিকেল সিনেটে পাঠানো হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে যে দুটি আর্টিকেল সিনেটে পাঠানো হয়েছে তার একটি হলো- ক্ষমতার অপব্যবহার। অন্যটি হলো কংগ্রেসে বিচার ব্যবস্থায় বাধা সৃষ্টি।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন প্রত্যাশী জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে চাপ প্রয়োগ করেছিলেন ট্রাম্প এমন অভিযোগ আছে। এর মাধ্যমে তিনি ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করে দেয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। ফলে এ জন্য তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অভিশংসনের তদন্তে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানানোয় তার বিরুদ্ধে কংগ্রেসে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। তবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

এখন তার ভাগ্য কোনদিকে যাবে তা নির্ধারণ করবে সিনেট। তবে সিনেটে তিনি অভিশংসিত হবেন না এটা প্রায় নিশ্চিত করেই বলা যায়। কারণ, সিনেটের নিয়ন্ত্রণ রয়েছে তার দল রিপাবলিকানদের হাতে। তারা তাকে অভিশংসিত করবে বলে মনে করেন না বিশ্লেষকরা। তবু আনুষ্ঠানিকতা চালাতেই হবে। সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিশ ম্যাকলেন বলেছেন, আগামী মঙ্গলবার নাগাদ এই প্রক্রিয়া সিনেটে শুরু হতে পারে। সপ্তাহের ৬ দিন সোম থেকে শনিবার পর্যন্ত এ নিয়ে বিচারিক কার্যক্রম চলবে। আর তা শুরু হবে স্থানীয় সময় দুপুর একটায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর