× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রকের বাবা রকি জনসন আর নেই

বিনোদন

বিনোদন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার

‘দ্য রক’খ্যাত রেসলার ও হলিউডের তারকা অভিনেতা ডোয়াইন জনসনের বাবা রকি জনসন আর নেই। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই রেসলার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫। রকি জনসনও একজন কিংবদন্তি রেসলার ছিলেন। রেসলিং রিংয়ে ‘সৌল ম্যান’ নামে পরিচিত তিনি। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। এক বিবৃতিতে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। রকি জনসন ১৯৬০ সালে ন্যাশনাল রেসলিং অ্যালিয়ান্সে (এন আর এ) নাম লেখান।
তখন তার বয়স ছিল মাত্র ১৬। ১৯৮৩ সালে ডাব্লিউ ডাব্লিউ ই-তে যোগ দেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৮ সালে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের হল অব ফেমে জায়গা পান রকি জনসন। অবসরের পর ছেলে ডোয়াইন জনসনকে রেসলিং মঞ্চের জন্য প্রস্তুত করতে থাকেন। পরবর্তী সময়ে ডোয়াইন ‘দ্য রক’ নামে রেসলিং মঞ্চ দাপিয়ে বেড়ান। ডোয়াইন  ছাড়াও কার্টিস এবং ওয়ান্ডা বউলস নামে রকি জনসনের আরো দুই সন্তান রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর