× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে তিন নতুন মুখ / ফিরলেন শোয়েব-হাফিজ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার

সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে বাইরে রেখেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল সাজালো পাকিস্তান। এর আগে সরফরাজ দলে ফিরতে পারেন বলে খবর প্রকাশ করেছিল পাকিস্তানি গণমাধ্যম। গতকাল বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হক। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল গড়েছে পাকিস্তান। আর শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজ খোয়ানো দল থেকে বাদ দেয়া হয়েছে ৭ জনকে। পাকিস্তান দলে তিন নতুন মুখ এহসান আলী, আমাদ বাট ও হারিস রউফ। তিনজনই অভিষেকের অপেক্ষায়। ১৫ জনের দলে ফিরেছেন তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদিও।
দলে রাখা হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে। ব্যাট হাতে তুখোড় ফর্মে রয়েছেন বয়স ৩৮ ছুঁইছুঁই শোয়েব মালিক। বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের জার্সি গায়ে শোয়েব মালিকের সংগ্রহ ৪৪৬ রান। শেষ পর্যন্ত পাকিস্তান সফরে তিন দফায় যেতে রাজি হয়েছে বাংলাদেশ। প্রথম দফায় আগামী ২৪, ২৫ ও ২৭শে জানুয়ারি লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হলেও পাকিস্তানের সামপ্রতিক পারফরম্যান্স খুব ভালো নয়। গত বছর ১০ ম্যাচ খেলে ৮টিতেই হেরেছে পাকিস্তান। সবশেষ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলেছে তারা। গতকাল দল ঘোষণা শেষে মিসবাহ উল হক বলেন, পাকিস্তান হারের বৃত্ত থেকে বেরিয়ে আসবে, এই আশায় অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল গড়েছি আমরা। শেষ ৯ টি-টোয়েন্টির আটটিতে আমরা হেরেছি। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে যা বেমানান। এশিয়া কাপ ও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। এক বছর পর পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরেছেন শোয়েব মালিক। আর ৩৯ বছর বয়সী মোহাম্মদ হাফিজ পাকিস্তানের ক্যাপ মাথায় সবশেষ টি-টোয়েন্টি খেলেন ২০১৮’র নভেম্বরে। শোয়েব-হাফিজের অন্তর্ভুক্তি নিয়ে মিসবাহ উল হক বলেন, তারা অভিজ্ঞ খেলোয়াড়। দুজনে মোট ২০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তারা আগেও নৈপুণ্য দেখিয়েছে আর আশা করি আসন্ন সিরিজেও দেখাবে।

পাকিস্তান টি-টোয়েন্টি দল
বাবর আজম (অধিনায়ক), এহসান আলী, আমাদ বাট, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান জাভেদ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর