× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্ব চ্যাম্পিয়নদের চমক আয়ারল্যান্ডের স্টার্লিং-কেভিনের বিশ্ব রেকর্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার

আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে রানের বিশ্ব রেকর্ড গড়লো আয়ারল্যান্ড। আর ম্যাচ শেষে তারা হারালো বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। গ্রেনেডার সেইন্ট জর্জেস ভেন্যুতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২০৮ রান তোলে আইরিশরা। জবাবে ২০৪/৭-এ থেমে ৪ রানে হার দেখে স্বাগতিক উইন্ডিজ। শেষ পাঁচ ওভারে হাতে ৬ উইকেট রেখে ৫৫ রানের দূরত্ব অতিক্রম করতে ব্যর্থ হন ডোয়াইন ব্রাভো-কাইরন পোলার্ডরা। ২০১৬ সালের পর এ ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ব্রাভো। কিন্তু শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মেলাতে না পারায় ফেরাটা স্মরণীয় করে রাখতে পারলেন না তিনি। বরং এ ম্যাচে আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড গড়েছে বিশ্ব রেকর্ড।
পাওয়ার প্লে’র ৬ ওভারে আয়ারল্যান্ডের স্কোর বোর্ডে ৯৩ রান জমা করেন পল স্টার্লিং ও কেভিন ও’ব্রায়েন। আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাওয়ার-প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিলো নেদারল্যান্ডসের। সেটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষেই। ২০১৪’র টি-টোয়েন্টি বিশ্বকাপে ঢাকায় ইনিংসের প্রথম ৬ ওভারে ৯১ রান করেছিল নেদারল্যান্ডস। এদিন উদ্বোধনী জুটিতেও রেকর্ড গড়েন স্টার্লিং ও ও’ব্রায়েন। ওপেনিংয়ে ১২.৩ ওভারে আয়ারল্যান্ডের এ দুই ডানহাতি ব্যাটসম্যান গড়েন ১৫৪ রানের জুটি। উদ্বোধনী জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কোনো দেশের সর্বোচ্চ।
গ্রেনেডায় ব্যাট হাতে স্টার্লিং ৯৫ ও কেভিন করেন ৪৮ রান। ৪৭ বলে ইনিংস স্টার্লিং হাঁকান ছয়টি চার ও আটটি ছক্কা। উইন্ডিজের বল হাতে দুটি করে উইকেট নেন পিয়ের শেলডন কটরেল ও ডোয়াইন ব্রাভো। জবাবে ব্যক্তিগত ২০-উর্ধ্ব রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের শুরুর ছয় ব্যাটসম্যানই। তবে এভিন লুইস (৫৫ রান) ছাড়া বড় ইনিংস খেলতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে অধিনায়ক পোলার্ডের ব্যাট থেকে। শিমরন হেটমায়ার ২৮, নিকোলাস পুরান ২৬, শেরফান রাদারফোর্ড ২৬ ও লেন্ডল সিমন্স করেন ২২ রান। চার বছর পর উইন্ডিজ দলে ফেরা ব্রাভোর ব্যাট থেকে আসে ৯। আগামী ১৯শে জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামবে ক্যারিবীয়রা। পরদিন সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে দু’দল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর