× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

জসপিনের হ্যাটট্রিকে দারুণ শুরু বুরুন্ডির

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিন রাঙালো আফ্রিকার দল বুরুন্ডি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফরোয়ার্ড জসপিন সিমিরিমানার হ্যাটট্রিকে মরিসাসকে ৪-১ গোলে উড়িয়ে দেয় তারা। বড় জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল আফ্রিকার দলটি।
গোল্ডকাপের এবারের আসরে ‘বি’ গ্রপে খেলছে আফ্রিকার তিন দল- সিশেলস, মরিশাস ও বুরুন্ডি। গ্রুপে বুরুন্ডিকে ফেভারিট ধরা হচ্ছিলো টুর্নামেন্ট শুরুর আগে থেকেই। র‌্যাংঙ্কিংয়ে বাকি দুই দল থেকে এগিয়ে তারা। কিন্তু গতকাল এই দলটির বিপক্ষেই ম্যাচ শুরুর চতুর্থ মিনিটে লিড নেয় মরিশাস। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে বুরুন্ডির বক্সে ঢুকে পড়েন মিডফিল্ডার অ্যাডরেইন ফ্রাংকুইস। নিজেদের বক্সে তাকে আটকে দিতে চেষ্টা করেন প্রতিপক্ষের ডিফেন্ডার ডিইউ মারসি।
দারুণ দক্ষতায় বল কাটিয়ে মরিশাসকে এগিয়ে দেন ফ্রাংকুইস (১-০)। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে খোলস ছেড়ে বের হয়ে আসে ‘বি’ গ্রুপের ফেভারিট বুরুন্ডি। ২৮তম মিনিটে ম্যাচে সমতা আনে তারা। বক্সের বাইরে থেকে বুরুন্ডির ফরোয়ার্ড গ্যাসংগো বেনজামিনের আড়াআড়ি পাসে বক্সে বল পান জসপিন সিমিরিমানা। ডান পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। ৪১তম মিনিটে বক্সের খুব কাছে ফ্রিকিক পায় বুরুন্ডি। আর বাঁ পায়ের দর্শনীয় শটে মরিশাসের জালে বল পাঠান ডিফেন্ডার এনডিকোমানা আসমান। ৪৫তম মিনিটে জসপিনের ফ্রিকিক প্রতিহত হয় মরিসাসের মানবদেয়ালে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পান পান তিনি। ৮২ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে বুরুন্ডির বক্সের দিকে ছুটে যান মরিশাসের মিডফিল্ডার ডেভিড এরিসটাইড। গোলরক্ষক এগিয়ে আসাতে ফাঁকা পোস্ট ছিল। কিন্তু বলে শট নেয়ার আগেই বল নিজের আয়ত্বে নিয়ে নেন গোলরক্ষক। উল্টো ৮৫ মিনিটে চতুর্থ গোল হজম করে মরিশাস। দুই ডিফেন্ডারকে কাটিয়ে মরিসাসের জালে বল পাঠিয়ে জসপিন জসপিন পূরণ করেন হ্যাটট্রিক।
আজ বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে শুরু ফিলিস্তিনের। শ্রীলংকা আজই প্রথম ম্যাচ খেলতে নামছে। ফিলিস্তিনের জন্য ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। স্বাগতিক বাংলাদেশের জন্যও এ ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। কারণ শ্রীলঙ্কা জিতলে বা ড্র করলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়ে যাবে। ১৯শে জানুয়ারি টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর