× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

অন্যরকম প্রতিবাদ

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার
ছবি : জীবন আহমেদ

৩০শে জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন। ২৯শে জানুয়ারি সরস্বতী পূজা। পূজার তিথি থাকবে ভোটের দিন সকাল পর্যন্ত। বিদ্যার দেবী সরস্বতী পূজা শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করায় ভোটের তারিখ পেছানোর দাবি সনাতন ধর্মাবলম্বীদের। এ নিয়ে হাইকোর্টে করা রিট আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে ভোটের তারিখ পেছানোর দাবিতে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যে অনশনরতদের পাশে পুজার দিনে ভোটের সিদ্ধান্তের প্রতিবাদে অন্যরকম প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন এক শিক্ষার্থী।
রিপন নামের ওই শিক্ষার্থী হাতে মুর্তি নিয়ে বসে আছেন। নির্বাক দৃষ্টি। তার পুরো শরীর রশিতে বাঁধা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, নির্বাচন এবং পূজা দুইটি দুই ধরণের কনসেপ্ট বহন করে। নির্বাচন কমিশন অনেকটা পূজাকে নিজেদের দড়িতে বেঁধে সংকুচিত করার চেষ্টা করছে। তাই এ ধরণের প্রতিবাদ। রিপন জানান নিজে মুসলিম হলেও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন। তাই মুকাভিনয়ের মাধ্যমে এই প্রতিবাদের উদ্যোগ তার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর