× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফাইনালের মঞ্চে আজ ঝড় উঠবে কার ব্যাটে?

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার

ফাইনাল মানেই বড় উপলক্ষ। কে না চায় সেই উপলক্ষটা রাঙিয়ে দিতে। গতবার ফাইনালের মঞ্চ রাঙিয়েছিলেন তামিম ইকবাল। তার আগেরবার ক্রিস গেইল। আজ বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালটা রাঙাবেন কে? কার ব্যাটে উঠবে অমন ঝড়? খুলনা টাইগার্সের মুশফিক-রাইলি রুশো-নাজমুলের? নাকি রাজশাহী রয়্যালসের লিটন-আন্দ্রে রাসেল-শোয়েব মালিকের? তামিম-গেইলের মত কারো ব্যাটে যদি আজ বিস্ফোরণ ঘটে, সে দলই শিরোপা জয়ের পথে এগিয়ে যাবে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে গতবার পুরো বিপিএলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তামিম ইকবাল। ফাইনালে ঠিকই ব্যাট হাতে ঝড় তুললেন। টসে জিতে ঢাকা ডাইনামাইটস কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। পুরো ২০ ওভার খুনে মেজাজে ব্যাট করেন তামিম।
বাঁহাতি ওপেনারের ৬১ বলে ১০টি চার ও ১১টি ছক্কায় ১৪১ রানের অপরাজিত ইনিংসেই শিরোপা ওঠে কুমিল্লার ঘরে। ২০১৭’র ফাইনালে রংপুর রাইডার্সকে টসে জিতেও ব্যাটিংয়ে পাঠান ঢাকা ডাইনামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। রংপুর ওপেনার ক্রিস গেইল ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ৬৯ বলে ১৪৬ রানে অপরাজিত থাকেন। ‘ইউনিভার্স বস’ সেই ইনিংসটি সাজান ১৮টি ছক্কার সঙ্গে পাঁচটি বাউন্ডারিতে। ক্যারিবিয়ান দানবের ওই ইনিংসটিই রংপুরের জয়ের পথটা তৈরি করে দেয়।

আজ বিপিএলের মহেন্দ্রক্ষণে গেইল-তামিম হতে পারবেন কেউ?
খুলনা তাকিয়ে থাকবে এবারের আসরের একমাত্র বাংলাদেশী সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর দিকে। নাজমুলের সর্বশেষ দুই ইনিংসই (১১৫* ও ৭৮*) প্রমাণ করে ফর্মের তুঙ্গে রয়েছেন খুলনা টাইগার্স ওপেনার। অধিনায়ক মুশফিকুর রহীমের কাছেও আরেকটি বড় ইনিংসের আশায় থাকবে খুলনা। ৪৭০ রান করে এখন পর্যন্ত এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকও মুশফিক। ৫১ বলে ৯৬ ও ৫৭ বলে ৯৮ রানের দুটি ইনিংসে সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন মুশফিকুর রহীম। আজ কি তবে সেঞ্চুরির আক্ষেপ মিটানোর দিন মুশফিকের? গতবারের সর্বোচ্চ রান সংগ্রাহক রাইলি রুশোর ব্যাটে এবারো রানের জোয়ার। ৪ ফিফটিত ৪৫৮ রান নিয়ে মুশফিকের পরেই অবস্থান রাইলি রুশোর।

রাজশাহীরও বিস্ফোরক ব্যাটসম্যান কম নেই। ম্যাচ জেতাতে হলে আন্দ্রে রাসেলেকে গেইল-তামিমের মত সেঞ্চুরি করার প্রয়োজন নেই। দ্বিতীয় কোয়ালিফায়ারে মাত্র ২২ বলে ৫৪ রানের ইনিংস খেলে চট্টগ্রামের হাতের মুঠো থেকে ম্যাচ বের করে নিয়ে রাজশাহীকে ফাইনালে তুললেন। দারুণ ছন্দে থাকা লিটন দাসও আজ জ্বলে ওঠতে পারেন। ৩ ফিফটিতে ৪৩০ রান লিটনের। ৩৮ ছুঁই ছুঁই পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকও রয়েছেন দুরন্ত ফর্মে। প্রথম কোয়ালিফায়ারে ৫০ বলে ৮০ রানের ইনিংস খেলা সাবেক পাকিস্তান অধিনায়ক কি ফাইনালের মঞ্চেও ব্যাট হাতে ঝড় তুলবেন?
আজ ফাইনালের মঞ্চটা গেইল-তামিমের মতো কেউ রাঙিয়ে দিতে পারলে দর্শকদের জন্য সেটি হবে দারুণ প্রাপ্তি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর