× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশের বিপক্ষে দলে জায়গা না পেয়ে ক্ষোভ আমিরের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ইতিমধ্যেই দল ঘোষণা করেছে তারা। কিন্তু অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির জায়গা পাননি স্কোয়াডে। বঙ্গবন্ধু বিপিএল-এ দারুণ বোলিং করছেন আমির। প্রথম কোয়ালিফায়ারে ৬ উইকেট নিয়ে খুলনাকে ফাইনালে তোলেন তিনি। ১৭.৭৭ গড়ে তার শিকার ১৮ উইকেট। ফর্মে থাকা আমিরকে কেন নেয়া হলো না- এ নিয়ে একটি টুইট করেন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার ও টিভি উপস্থাপিকা জয়নব আব্বাস। জয়নব লিখেন, ‘বিপিএল-এ ৬ উইকটে নিয়ে দলকে ফাইনালে তুলেছে আমির।
কী কারণে সে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেল?’ জয়নবের সেই টুইটে আমিরের রিপ্লাই, ‘কারণ টেস্ট ক্রিকেট।’ পিসিবিকে উদ্দেশ্য করেই এমন মন্তব্য করেন আমির। টেস্ট থেকে অবসর নেয়ার পর বোর্ডের সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি হয়েছে তার।

গত বছর হঠাৎ সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানান ২৭ বছর বয়সী আমির। তার সিদ্ধান্তকে ভালো দৃষ্টিতে নেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কিছুদিন আগে আমিরের সমালোচনা করেন বর্তমান কোচ মিসবাহ উল হক। অস্ট্রেলিয়া সফরে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর আমিরের অবসর ইস্যুতে মিসবাহ বলেন, আমরা গভীরভাবে এ নিয়ে চিন্তা করছি এবং শিগগিরই একটি নীতি প্রণয়ন করবো। তা না হলে আগামীতে এটি পাকিস্তান ক্রিকেটের জন্য সমস্যা সৃষ্টি করবে। যখন আপনি কিছু ক্রিকেটারের উন্নতিতে অনেক ব্যয় করবেন, তাদের কাছেও আপনার কিছু পাওয়ার প্রত্যাশাও থাকবে। কিন্তু তারা হঠাৎ খেলা ছেড়ে দিচ্ছে এবং যা সঠিক পথ নয়। আপনার সম্পদ তাদের উন্নতিতে ব্যয় হবে এবং এই জন্য নীতি তৈরি করতে হবে আমাদের, যেন প্রথমে পাকিস্তানের জন্য ক্রিকেটারদের নিশ্চিত করা যায়।

উপস্থাপিকা জয়নব আব্বাসের টুইটে নিজের রিপ্লাইটি দ্রুতই মুছে দেন আমির। নতুন করে লেখেন, ‘চিন্তার কিছু নেই। আমি আরো শক্তিশালী হয়ে ফিরবো, ইনশা আল্লাহ।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর