বিনোদন

এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার

২০২০-০১-১৮

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। একইসঙ্গে এশিয়ান রেডিও ৯০.৮এফএম এর জন্মদিন। এ উপলক্ষে আজ দিনব্যাপী প্রতিষ্ঠান দু’টির উদ্যোগে রাজধানীর গুলশানের শুটিং ক্লাব মিলনায়তনে চলবে জমকালো অনুষ্ঠানমালা। দিনভর রয়েছে আনন্দ উৎসব আর শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, অতিথিবরণ, গুণী শিল্পীদের পরিবেশনায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টায় শুটিং ক্লাব মিলনায়তনে ৭ম বর্ষের দিনব্যাপী
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়রাম্যান আলহাজ হারুন-উর রশীদ সিআইপি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শিল্পপতি লিয়াকত আলী খান মুকুলসহ দেশবরেণ্য বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিক, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন। এদিকে এদিন এশিয়ান টিভি সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে জমকালো সংগীতানুষ্ঠান।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status