× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বরুড়া ইউপি চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

বাংলারজমিন

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, শনিবার

বরুড়ার শিলমুড়ী উ. ইউনিয়নের চেয়ারম্যান আবু ইসহাকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনিয়নের একমাত্র বাজার সুলতানপুরে ৩নং ওয়ার্ডের সদস্য মো. ইব্রাহিম খলিলের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীরা বলেন, ইউনিয়নের একমাত্র বাজার সুলতানপুর আর এই বাজার থেকে প্রতি বছর ইউনিয়ন পরিষদ লাখ লাখ টাকা আয় গ্রহণ করে। কিন্তু এই এলাকায় কোনো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয় না। এ ব্যাপারে ইউপি সদস্য মো. ইব্রাহিম খলিল বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্য হওয়ার পরও পরিষদ থেকে কোন রকম অনুদান তিনি পান না। আর চেয়ারম্যান কোন রকম আইনের তোয়াক্কা না করে ইচ্ছেমতো তার মনোনীত অনির্বাচিত লোকজন দিয়ে কাজের নামে লুটপাট করছেন। এ ব্যাপারে চেয়ারম্যান আবু ইসহাক বলেন, ইব্রাহিম খলিল যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। আসলে তার কিছু অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে সে এই সব বক্তব্য দিচ্ছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর