বাংলারজমিন

বেগমগঞ্জের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে প্রার্থীকে মারধর

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

২০২০-০১-১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাছপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে প্রার্থীকে শ্বাসরোধে হত্যার চেষ্টাসহ মারধর, বসতঘরে হামলা ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বেগমগঞ্জ মডেল থানার একলাছপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সংরক্ষিত আসনে অভিভাবক সদস্য পদে আফরোজা বেগম জেসমিন পদপ্রার্থী হওয়াকে ঘিরে প্রতিপক্ষ নাছরিন আক্তার এর স্বামী জসিম উদ্দিন ও তার ভাই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী গতকাল রাত পৌঁনে ১২টায় জেসমিনের বাসায় প্রবেশ করে তাকে ও তার মেয়ে ১০ শ্রেণির স্কুলছাত্রী সামিয়া সুলতানাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এবং জেসমিনকে শ্বাসরোধ করে হত্যার অপচেষ্টা চালায়। এ সময় তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা নির্বাচন হতে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে চলে যায়। এ বিষয় আফরোজা বেগম জেসমিন বাদী হয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ ও বেগমগঞ্জ মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। ইউএনও মো. মাহবুব আলম জানায় ওসি বেগমগঞ্জকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্তকারী উপ-সহকারী পুলিশ পরিদর্শক মফিজুর রহমান মানবজমিনকে জানান, স্যার আমাকে সরেজমিন অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নিতে বলেছেন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আসামীরা গ্রেপ্তার হয়নি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status