বাংলারজমিন
নবীপুরে প্রতিবন্ধী ধর্ষক ও খুনি গ্রেপ্তার
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
২০২০-০১-১৮
বরুড়ার খোশবাস উ. ইউনিয়নের নবীপুরে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের পর হত্যার অন্যতম প্রধান আসামি একই গ্রামের শহিদের ছেলে আবুল বাসারকে গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ। বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ইকবাল বাহার মজুমদার জানান, গত ১৪ই জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নবীপুর গ্রামের রেজুবাড়ির পাশে টমেটোর ক্ষেতে কিশোরী আমেনার মৃত দেহ পাওয়ার পর সাঁড়াশি অভিযানে নামে বরুড়া থানা পুলিশ, তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকালে নবীপুর কাচারি নামক স্থান থেকে তিনি নিজে ও এসআই সত্যজিৎ ভৌমিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার অন্যতম সন্দেহভাজন হিসেবে আবুল বাসারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামি আবুল বাসারকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে সে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।