বাংলারজমিন

রাঙ্গামাটি মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

২০২০-০১-১৮

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদ করলেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। জানা যায়, চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় একশ্রেণির মানুষ মহাসড়ক দখল করে বিভিন্ন স্থানে অবৈধ ব্যবসা পরিচালনা করছেন। এ কারণে মহাসড়কে যানজট দিন দিন বেড়েই চলেছে। তাই নির্বিঘ্নে যান চলাচল করতে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান গত ১৩ই জানুয়ারি থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status