বাংলারজমিন
রংপুরে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২০২০-০১-১৮
বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুস্থ ও প্রতিবন্ধী সোসাইটি রংপুর সদর উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল হরিদেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি। সংগঠনের সভাপতি আতিকুল্লাহ আল মামুন রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রঙ্গপুর গবেষণা পরিষদ কেন্দ্র্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল ওহাব মিঞা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুস্থ ও প্রতিবন্ধী সোসাইটি’র সহ-সভাপতি আনোয়ারুল হক, সমাজসেবক বাদশা উল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ, আনিসুল হক প্রমুখ। এ সময় ১৫০ জন দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।