× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

অনশনে অসুস্থ ৯ শিক্ষার্থী

শেষের পাতা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
১৮ জানুয়ারি ২০২০, শনিবার

আগামী ৩০শে জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী। গত বৃহস্পতিবার দুপুর ২টা থেকে টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে শুরু হওয়া অনশন গতকাল সন্ধ্যায়ও চলতে দেখা যায়। অনশনে ইতোমধ্যে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দুইজন চিকিৎসা শেষে ফের অনশনে যোগ দিয়েছেন। এদিকে গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন। এসময় নির্বাচনের তারিখ পরিবর্তনে তিনি নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনার আহ্বান জানান।

অনশনে অসুস্থ শিক্ষার্থীরা হলেন- জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস, জিএস কাজল দাস, থিয়েটার এন্ড পারফরমেন্স বিভাগের অপূর্ব চক্রবর্তী, সয়েল এন্ড এনভায়রনমেন্ট বিভাগের অর্ক সাহা, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সবুজ কুমার, সয়েল এন্ড এনভায়রনমেন্ট বিভাগের জয়ন্ত বণিক, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুকেশ দেবনাথ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রবিউল আওয়াল রবি, সয়েল এন্ড এনভায়রনমেন্ট বিভাগের ভবতোষ চন্দ্র রায়। সংহতি প্রকাশকালে ভিসি বলেন, নির্বাচনের তারিখ দিনক্ষণ ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের।
তবে ৩০ তারিখ নির্বাচনের দিন ক্ষন ঠিক করার আগে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে ভাবা উচিত ছিলো যে, এই তারিখটি কোন মুল্যবোধ, কোন চেতনার পরিপ্রন্থী হয় কিনা। কেননা, স্বরস্বতী পূজা এমন একটি ধর্মীয় উৎসব যেখানে অসামপ্রদায়িক আবেদন রয়েছে। তিনি আরও বলেন, আবহমান কাল থেকে এই ধর্মীয় অনূভুতি একটি অসাধারণ ভুমিকা পালন করছে। ধর্ম,বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ স্বরসতী পূজায় অংশগ্রহন করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এর আবেদন আরো গভীর ভাবে অনুভুত হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর