× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মন খারাপ কামরানের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, শনিবার

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তান দলে কামরান আকমলের ফেরার সম্ভাবনা দেখছিল স্থানীয় গণমাধ্যম। আর দলে সুযোগ না পেয়ে ব্যথিত পাকিস্তানের ৩৯ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। একরাশ দুঃখ ঝরেছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তার বার্তায়। গত কয়েক বছরে পাকিস্তান দলের নিয়মিত মুখ সরফরাজ আহমেদ, ফখর জামান, মোহাম্মদ আমির, ইমাম উল হক, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান, আসিফ আলীর মতো তারকারা ডাক পাননি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াডে। আর ২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা কামরান আকমল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘দুঃখ পেয়েছি, দলের জন্য বিবেচিত না হওয়ায় হৃদয় ভেঙে গেছে। আমি অনেক কষ্ট করেছি। যাই হোক, হাল ছাড়বো না। আমি আরও কঠোর পরিশ্রম করবো।
সবাইকে ধন্যবাদ, যারা আমাকে সমর্থন দিয়েছেন।’
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে জায়গা পেয়েছেন ৩৯ বছর বয়সী মোহাম্মদ হাফিজ ও ৩৮ ছুঁইছুঁই শোয়েব মালিক। এক বছর পর পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন শোয়েব। আর হাফিজ পাকিস্তানের জার্সি গায়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮’র নভেম্বরে। দল ঘোষণার পরই এ দুজনকে অভিনন্দন জানিয়েছেন আকমল। বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশ সিরিজে যারা সুযোগ পেয়েছে তাদের অভিনন্দন, হাফিজ ও মালিককে প্রত্যাবর্তনে অভিনন্দন। শুভকামনা।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর