× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

যে কারণে বার্সাকে ফিরিয়ে দেন জাভি

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, শনিবার

কোচ আরনেস্তো ভালভার্দেকে সরিয়ে তার জায়গায় জাভি হার্নান্দেজকে বসাতে চেয়েছিল বার্সেলোনা। সাবেক মিডফিল্ডার জাভির কাছে প্রস্তাবও পাঠায় কাতালান ক্লাবটি। কিন্তু জাভি তাদের ফিরিয়ে দেন। বর্তমানে কাতারি ক্লাব আল সাদের দায়িত্বে থাকা এই কোচ বলেন, ‘আমি এরিক আবিদাল ও অস্কার গ্রাউ’র মাধ্যমে বার্সেলোনার কোচ হওয়ার প্রস্তাব পাই। কিন্তু আমি সেটা গ্রহণ করিনি। আমার কোচিং ক্যারিয়ারের জন্য এটা (বার্সার দায়িত্ব নেয়া) খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এখনো স্বপ্ন দেখি, একদিন বার্সার কোচ হবো।’ বার্সার প্রস্তাব পাওয়ার পর কিছুটা ভড়কে গিয়েছিলেন জাভি। তিনি বলেন, ‘ব্যাপারটা প্রথমে আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করি।
এরপর আল সাদের খেলোয়াড়দের বলি। তখন আমি মানসিকভাবে খুব একটা ভালো অবস্থানে ছিলাম না। তবে এখন মনোনিবেশটা পুরোপুরিই আল সাদে আছে।’
জাভি ফিরিয়ে দেয়ার পর কিকে সেতিয়েনের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে বার্সেলোনা। রিয়াল বেতিসের সাবেক এই কোচ সম্পর্কে জাভি বলেন, ‘বার্সার নতুন কোচকে আমি পছন্দ করি। তার কাজের ধরনও আমার ভালো লাগে। আশা করি, এ দল নিয়ে তিনি সাফল্য এনে দেবেন বার্সাকে।’
বার্সেলোনার হয়ে ৭৬৭ ম্যাচে ৮৫ গোল করেছেন মিডফিল্ডার জাভি। কাতালান ক্লাবটির হয়ে ৮টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি রয়েছে তার। তিনবার কোপা দেল রে ও ছয়বার জিতেছেন স্প্যানিশ সুপার কাপ। এছাড়া দুবার করে উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ জেতেন জাভি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর