× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

যে রেকর্ডে আমলা-শচীনকে ছাড়িয়ে রোহিত

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, শনিবার

রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল ৪২ রান করেন রোহিত শর্মা। আর তাতেই গর্বের এক রেকর্ডে হাশিম আমলা, শচীন টেন্ডুলকারদের পেছনে ফেলেছেন ভারতীয় এ ব্যাটসম্যান। ওপেনার হিসেবে দ্রুততম ৭০০০ রানের মালিক এখন তিনি। ২২৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৪৮.৮৯ গড়ে রোহিত শর্মার সংগ্রহ ৮৯৯৬ রান । হাঁকিয়েছেন ২৮টি সেঞ্চুরি ও ৪৩টি ফিফটি। আর গতকাল ওয়ানডেতে ওপেনার হিসেবে ক্যারিয়ারে ৭০০০ রান পূর্ণ হয় রোহিত শর্মার। মাত্র ১৩৭ ইনিংসে এ ল্যান্ডমার্ক স্পর্শ করেন এ ভারতীয় ওপেনার। ইনিংস সূচনা করতে নেমে এত কম সময়ে আর কোনো ব্যাটসম্যান ৭০০০ রান করতে পারেননি।
তার কাছাকাছি রয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত তারকা হাশিম আমলা (১৪৭ ইনিংস) ও স্বদেশি শচীন টেন্ডুলকার (১৬০ ইনিংস)। এখন পর্যন্ত ১৩৯ ম্যাচের ১৩৭ ইনিংসে ওপেনার হিসেবে খেলতে নেমে ৫৭.৬১ গড়ে রোহিতের সংগ্রহ ৭০২৯ রান। ক্যারিয়ারের ২৬টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি পেয়েছেন ইনিংসের সূচনা করতে নেমেই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর