× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যানকে হত্যার হুমকি

বাংলারজমিন

রাঙামাটি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২০, রবিবার

 ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। চেয়ারম্যানের ব্যক্তিগত মুঠোফোন নাম্বারে এসএমএস এর মাধ্যমে এই হুমকি প্রদানের তথ্য উল্লেখ করে শুক্রবার রাতে রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন রাসেল চৌধুরী নামের একজন ইউপি চেয়ারম্যান।
বাঘাইছড়ির আমতলী ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের পরিচয় দিয়ে বাঘাইছড়ি থানায় দায়েরকৃত অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, গত ১৪ই জানুয়ারি সকাল ৭ টায়, বিকেল সাড়ে তিনটায়, এবং রাতে এবং পরদিন রাতে বৃষ কেতু চাকমার ব্যক্তিগত মুঠোফোনে এসএমএস পাঠিয়ে গুলি করে মেরে ফেলাসহ নানা রকম অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়।
প্রথমদিন টেলিটক এবং দ্বিতীয় দিন বাংলালিংক নাম্বার থেকে ইংরেজি অক্ষরে চাকমা ভাষায় লিখে এই হুমকি প্রদান করা হয়েছে বলে থানায় দায়েরকৃত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। এই ধরনের অত্যন্ত খারাপ, বিশ্রী-অপমানজনক ও মান হানিকর এসএমএস হুমকি পেয়ে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা লজ্জায় কারো সাথে বিষয়টি শেয়ার করতে পারছেন না এবং তিনি মানসিক-শারীরিকভাবে অসুস্থবোধ করছেন বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।
এদিকে রাঙামাটি বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এম এ মঞ্জুর শুক্রবার রাতে অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং থানা পুলিশ সংশ্লিষ্টদের খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানিয়েছেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর