× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেলো ২৭ কিশোর

বাংলারজমিন

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২০, রবিবার

নরসিংদী মাধবদীর শেখেরচরে ৪০ দিন জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে ২৭ জন কিশোর ১টি করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে।
গত শুক্রবার জুমার নামাজের পর বিজয়ী কিশোরদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। শেখেরচর (বাবুরহাট) বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি ইমদাদুল্লাহ কাসেমী সাহেবের উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়। এ সময় মসজিদ কমিটির সহ-সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল হক বাচ্চু, কোষাধ্যক্ষ আলহাজ মুখলেসুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। খতিব মুফতি ইমদাদুল্লাহ কাসেমী জানান, মাস দুয়েক আগে তিনি জুমার নামাজে এলাকার শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি উৎসাহিত করতে ঘোষণা করেন। যারা টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, তাদেরকে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে। এই ঘোষণার পর থেকে ওই এলাকার ছেলেরা মসজিদে এসে নামাজ আদায়ে আগ্রহী হয়ে উঠে। তিনি নিজেই কিশোরদের উপস্থিতি খাতায় হাজিরা নেন।
শুরুতে অনেকেই এতে থাকলেও টানা ৪০ দিনের হিসেবে অনেকেই বাদ পড়ে সর্বশেষ ২৭ জন টিকে থাকে। এর মাঝে অনেকে শিক্ষার্থী রয়েছেন।
কিশোররা জানায়, খতিব সাহেবের ঘোষণা দেয়া শুধুমাত্র পুরস্কারের জন্য নয় বরং মহান আল্লাহকে সন্তুষ্ট করতেই তারা নামাজ আদায় করেছে। তবে পুরস্কারের ঘোষণাটা তাদের মাঝে একটা আগ্রহের কারণ হিসেবে কাজ করেছে। বিগত এই সময়ে তারা নামাজের নিয়মকানুনসহ গুরুত্বপূর্ণ দোয়া-দরুদও শিখতে পেরেছে বলে তারা জানায়।
এই সুন্দর উদ্যোগে স্থানীয়রা স্বাগত জানান ও হুজুরের এ কার্যক্রম কিশোরদের প্রতি নামাজ আদায় করার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। কিশোরদের জন্য মসজিদ সবসময় এক রকম মুখরিত হয়ে থাকতো। এ ধরনের পদক্ষেপ সারাদেশের সকল ইমামদের নেয়া উচিত। এছাড়াও মুফতি ইমদাদুল্লাহ কাসেমী সাহেবসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রশংসা করেন সামাজিক ব্যক্তিবর্গরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর