× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিট ক্রয়ে যাত্রীদের ভোগান্তি

বাংলারজমিন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২০, রবিবার

শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিট ক্রয়ে করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীসাধারণ। টিকিট ক্রয়কালে যাত্রীদের বলা হয় ‘প্রথম শ্রেণির টিকিট নাই, চেয়ার শোভন নাই, শুধু শোভন আছে তাও অন্য স্টেশন থেকে সংগ্রহ করতে হবে’ ‘ব্যবস্থা করে দিচ্ছি আমাকে একটু দেখবেন’ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেনের টিকিট কিনতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীসাধারণের। যাত্রীদের কাছে টিকিট বিক্রির নিয়ম থাকলেও তা না করে কালোবাজারিদের মাধ্যমে বিক্রি করার অভিযোগ দিয়েছেন যাত্রীরা। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকার দোকানদার (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, এখানে ট্রেনের টিকিট ক্রয় একটা বিরাট সমস্যা। রেল কর্তৃপক্ষ ট্রেনের টিকিট এক সপ্তাহ পূর্বে বিক্রির বিধান রয়েছে। তবে যথা সময়ে গিয়ে টিকিট পাওয়া যায় না। ট্রেনের টিকিট নিয়ে শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় চলছে বিরাট বাণিজ্য। আর এ কালোবাণিজ্যে প্রত্যক্ষ নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় কিছু প্রভাবশালী নেতা।
সংঘবদ্ধ এই চক্রের সদস্যরা রেলের কিছু অসাধু কর্মচারীকে ম্যানেজ করে দেদারছে চালিয়ে যাচ্ছে এ ব্যবসা। টিকিট কাউন্টারে সরাসরি যাত্রীরা গেলে শুনতে হয় নানান কথা। আবার মূল দামের চেয়ে ৫০-১০০ টাকা বেশি দিলে আড়ালে বিক্রি করা হয় টিকিট। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত একাধিকবার অভিযান চালিয়ে টিকিট কালোবাজারিদের আটক এবং জরিমানা করলেও থামছে না এ তৎপরতা। এ ব্যাপারে আলাপকালে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার বলেন, তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিকবার অভিযান চালিয়ে কালোবাজারে টিকিট বিক্রেতাদের আটক এবং জরিমানা করেন। কয়েকজন কালোবাজারিকে নজরে রাখা হয়েছে। ট্রেনের টিকিট বিক্রিতে কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর